Monday, April 6, 2020

স্বপ্নের ব্যাখ্যা

ইসলামে স্বপ্নে ব্যাখ্যা জানতে চান ? খারাপ স্বপ্নের ব্যাখ্যা খুজছেন তাহলে এখানে আসুন। এখানে সকল স্বপ্নের ব্যাখ্যা পাবেন। কোন স্বপ্ন দেখলে কি হয়। সোলেমানী খাবনামা অথবা ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যা সব পাবেন এখানেই।

স্বপ্নে ইমামতি করিতে দেখিলে - নেতা হইবে ও সুনাম বৃদ্ধি পাইবে৷

স্বপ্নে ইমামতি অপরকে করিতে দেখিলে - চিন্তিত হইবে৷

স্বপ্নে ইমামের সঙ্গে নামাজ পড়িতে দেখিলে - দ্বীন-দুনিয়ার উন্নতি হইবে৷

স্বপ্নে ইয়াছিন সূরা মুখস্থ পড়িতে দেখিলে - এলমে দ্বীনি শিক্ষালাভ করিবে৷

স্বপ্নে ইয়াকুত পাথর নিজের কাছে দেখিলে - নেক চরিত্র স্ত্রী বিবাহ করিবে৷

স্বপ্নে ইট দেখিলে - টাকা পয়্সা হাতে আসিবে৷

স্বপ্নে ইট টুকরো করিতে দেখিলে - নিজের টাকা নষ্ট হইবে৷

স্বপ্নে ইঁদুর দেখিলে - অসতী স্ত্রী লাভ করিবে৷

স্বপ্নে ইঁদুরের বাচ্চা দেখিলে - উন্নতি হইবে৷

স্বপ্নে ইঁদুরকে কাপড় কাটিতে দেখিলে - মৃত্যুর লক্ষণ৷

স্বপ্নে ইঁদুরকে শস্য খাইতে দেখিলে - আয়ু কমিবে৷

স্বপ্নে ইঞ্জিন চলিতে বা চালাইতে দেখিলে - বিদেশ যাইবে৷

স্বপ্নে ইয়াকুত পাথর দেখিলে - সুন্দরী স্ত্রী লাভ এবং সুখ-শান্তির নিদর্শন৷

স্বপ্নে ইমাম নির্বাচন হতে দেখা (নিজেকে) দেখিলে - নেতৃত্ব লাভের লক্ষণ৷

স্বপ্নে ইমামতি করতে দেখিলে - সমাজ সেবায় নিযুক্ত হবার লক্ষণ৷

স্বপ্নে ইমামতি অন্যকে সোপর্দ করতে দেখিলে - দুঃখ-কষ্টের আলামত৷

স্বপ্নে ইমামতি করা (জানাযায়) দেখিলে - ভাবনা-চিন্তা, সুখ-শান্তি লাভের লক্ষণ৷

স্বপ্নে ইয়াছিন সূরা লিখতে দেখিলে - দ্বীনি এলমে শিক্ষার নিদর্শন৷

স্বপ্নে ঈসা (আঃ)-কে দেখিলে - আরদ্ধ কাজ খুব সহ্জ হবে৷

স্বপ্নে ইঞ্জিল কেতাব পড়তে দেখিলে - ধর্ম বিমুখ হবার আলামত৷

স্বপ্নে ইঞ্জিন চলিতে বা চালাইতে দেখিলে - বিদেশ যাইবে৷

স্বপ্নে ইয়াকুত পাথর দেখিলে - সুন্দরী স্ত্রী লাভ এবং সুখ-শান্তির নিদর্শন৷

স্বপ্নে ইমাম নির্বাচন হতে দেখা (নিজেকে) দেখিলে - নেতৃত্ব লাভের লক্ষণ৷

স্বপ্নে ইমামতি করতে দেখিলে - সমাজ সেবায় নিযুক্ত হবার লক্ষণ৷

স্বপ্নে ইমামতি অন্যকে সোপর্দ করতে দেখিলে - দুঃখ-কষ্টের আলামত৷

স্বপ্নে ইমামতি করা (জানাযায়) দেখিলে - ভাবনা-চিন্তা, সুখ-শান্তি লাভের লক্ষণ৷

স্বপ্নে ইয়াছিন সূরা লিখতে দেখিলে - দ্বীনি এলমে শিক্ষার নিদর্শন৷

স্বপ্নে ঈসা (আঃ)-কে দেখিলে - আরদ্ধ কাজ খুব সহ্জ হবে৷

স্বপ্নে ইঞ্জিল কেতাব পড়তে দেখিলে - ধর্ম বিমুখ হবার আলামত৷

উ - - - click to collapse contents

স্বপ্নে উড়োজাহাজ দেখিলে - দীর্ঘভ্রমনও ভাগ্য সুপ্রসন্ন হইবে।

স্বপ্নে উইপোকা দেখিলে - আগুন লাগার সম্ভাবনা।

স্বপ্নে উকুন দেখিলে - স্মরন শক্তি লাঘবের লক্ষন।

স্বপ্নে উট দেখিলে - প্রচুর ধন-সম্পদ লাভ করিবে।

স্বপ্নে উটের দুধ পান করিতে দেখিলে - ব্যবসায়ে প্রচুর মুনাফা লাভ করিবে।

স্বপ্নে উচু দালান দেখিল - মান সম্মান বৃদ্ধি পাইবে।

স্বপ্নে উটের গোশত খাইতে দেখিলে - প্রচুর অর্থ লাভ করিবে।

স্বপ্নে উটের সারি দেখিলে - মান-সম্মান ও ধন-দৌলত পাইবে।

স্বপ্নে উলঙ্গ (নিজেকে) দেখিলে - দরিদ্র হইবার সম্ভাবনা।

স্বপ্নে উলঙ্গ (অন্যকে) দেখিলে - মানুষ উপদেশ সুখী করিবে।

স্বপ্নে উটে ছওয়ার হইতে দেখিলে - মান-সম্মান বুদ্ধি ও নেতৃত্ব লাভেড় লক্ষণ।

স্বপ্নে উঁচু জায়গায় উঠতে দেখিলে - সম্মানিত ও প্রভাবশালী হবার লক্ষণ।

স্বপ্নে উঁচুস্থান থেকে নিচে নেমে আসতে দেখিলে - সম্পদের ক্ষতি হইবে।

স্বপ্নে উত্তর দিকে যেতে দেখিলে - কোন নতুন স্থানে যাবার লক্ষণ।

স্বপ্নে উড়ে বেড়াতে (নিজেকে) দেখিলে - ইহ ও পরকালে সুখ লাভ ও ধন সঞ্চয়।

স্বপ্নে উড়ে কোন নতুন স্থানে যেতে দেখিলে - মৃত্যুর আলামত।

স্বপ্নে উৎকৃষ্ট গাভী দেখিলে - যুদ্ধের সম্ভাবনা।

স্বপ্নে উনুন দেখিলে - হালাল উপায়ে অর্থ লাভের লক্ষণ।

স্বপ্নে উঁচু বালিশ দেখিলে - মনোবাসনা পূরণের সম্ভাবনা।

স্বপ্নে উঁচু দালানে প্রবেশ করতে দেখিলে - সরকারী কাজে নিযুক্ত হওয়া লক্ষণ।

স্বপ্নে উড়োজাহাজ ভ্রমন করতে দেখিলে - মরেন আশা পূরণের নিদর্শন।
ঊ - - - click to expand contents
ঋ - - - click to collapse contents

স্বপ্নে ঋণী (অন্যকে) দেখিলে - ধন-সম্পদ লাভের লক্ষণ।

স্বপ্নে ঋণী (নিজেকে) দেখিলে - পার্থিব ব্যাপারে মুষড়ে পড়ার লক্ষণ।
এ - - - click to collapse contents

স্বপ্নে এলেম শিক্ষা করিতে দেখিলে - সুখ-শান্তি লাভ হইবে।

স্বপ্নে একামত বলিতে দেখিলে - লোককে হেদায়েত করিবে।

স্বপ্নে এবাদতকারীকে দেখিলে - ভাল কার্য সমাধান হইবে।

স্বপ্নে এলাচি গাছ দেখিলে - স্ত্রীর ধন-সম্পদ লাভ করিবে।

স্বপ্নে এলাচি খাইতে দেখিলে - ধন দৌলত পাইবে।

স্বপ্নে একামত বলতে (নিজেকে) দেখিলে - লোককে সৎপথের আহবান করিবে।

স্বপ্নে একামত বলতে (অন্যকে) দেখিলে - হজ্ব ও নেক কাজ করার লক্ষণ।

স্বপ্নে এলেম শিখতে দেখিলে - সম্মান বৃদ্ধির সম্ভাবনা।

স্বপ্নে এলেমের মসলিসে শরীক হতে দেখিলে - ঘর-দরজা মেরারমতের লক্ষণ।

স্বপ্নে এলেমের বৈঠকে রান্না করতে দেখিলে - উদ্দেশ্য সিদ্ধির নিদর্শন।

স্বপ্নে একা গাড়িতে ভ্রমন করতে দেখিলে - বিদেশ গমনের লক্ষণ।

ঐ - - - click to collapse contents

স্বপ্নে ঐরাবত (হাতী) দেখিলে - মান-সম্মান বৃদ্ধির লক্ষণ।

স্বপ্নে ঐরাবতে আরোহণ করা দেখিলে - দেশ শাসক অথবা বিচারক হবার লক্ষণ।

স্বপ্নে ঐরাবতের গোশত খেতে দেখিলে - বিলাস ও জাঁকজঁমকপূর্ণ জীবনের চিহ্ন।

ও - - - click to collapse contents

স্বপ্নে ওজু করিতে দেখিলে - আল্লাহর রহমত লাভের সম্ভাবনা।

স্বপ্নে ওয়াজ করিতে দেখিলে - সমাজের নেতা হইবে।

স্বপ্নে ওয়াজ মাহফিলে যাইতে দেখিলে - আল্লাহর রহমত নাজেল হইবে।

স্বপ্নে ওলকপি দেখিলে - মালের ক্ষতি হইবে।

স্বপ্নে ওস্তাদ দেখিলে - বিদ্যা লাভ করিবে।

স্বপ্নে ওজু করতে দেখিলে - আমানত ফেরত দিবার চিহ্ন।

স্বপ্নে ওজুর কয়ার দেখা (নিজেকে)-ধার্মিক হওয়া ও হেদায়তের আলামত।

স্বপ্নে ওয়াজ (ময়দানে) করতে দেখিলে - ভ্রমনে লাভ হওয়ার নমুনা।

স্বপ্নে ওয়ায়েজ (বক্তা) দেখিলে - সুনাম ও সুখ্যাতির লক্ষণ।

স্বপ্নে ওয়ায়েজ মজলিসে গমন করা দেখিলে - মনোবাসনা পূরণের চিহ্ন।

স্বপ্নে ওলী লোক দেখিলে - সংসারে আয় উন্নতির লক্ষণ।

স্বপ্নে ওস্তাদের সহিত খানা খাইতে দেখিলে - সকলের প্রিয় হইবে।

ঔ - - - click to collapse contents

স্বপ্নে ঔষধ দেখিলে - রোগ ব্যাধির সম্ভাবনা।

স্বপ্নে ঔষধের দোকান দেখিলে - কাজের উন্নতি হইবে।

স্বপ্নে ঔষধের তৈয়ার করিতে দেখিলে - কাজে উন্নতি হইবে।

স্বপ্নে ঔষধ দেখা ও খাওয়া দেখিলে - রোগ নিরাময়ের লক্ষণ।

স্বপ্নে ঔষধ তৈরী করতে দেখিলে - ব্যাধিগ্রস্ত হবার আলামত।

ক - - - click to collapse contents

স্বপ্নে কলা গাছ দেখিলে - মান-সম্মান বৃদ্ধি পাইবে।

স্বপ্নে কলা দেখিলে - মালের উন্নতি হইবে।

স্বপ্নে কবর দেখিলে - মঙ্গল হইবে।

স্বপ্নে কদু দেখিলে - রোজগারে উন্নতি হইবে।

স্বপ্নে কদু গাছ দেখিলে - ধনী হইবার সম্ভাবনা।

স্বপ্নে কমলা দেখিলে - সুন্দরী রমনী পাইবে।

স্বপ্নে কমলা লেবু খাইতে দেখিলে - সুন্দরী স্ত্রী পাইবে।

স্বপ্নে কুল খাইতে দেখিলে - সুখ শান্তি আসিবে।

স্বপ্নে কাঁঠাল দেখিলে - বিদ্যায় উন্নতি ও সম্মান পাইবে।

স্বপ্নে কলম দেখিলে - বিদ্যায় উন্নতি ও সম্মান পাইবে।

স্বপ্নে কুমির দেখিলে - পুত্র সন্তান হইবে।

স্বপ্নে কুকুর দেখিলে - বিপদে পড়িবে।

স্বপ্নে কুকুরে দংশন করিতে দেখিলে - শত্রুর মোকাবিলা করিতে হইবে।

স্বপ্নে কচ্ছপ দেখিলে - আলেমের সঙ্গে মহব্বত হইবে।

স্বপ্নে কবুতর দেখিলে - ধন দৌলত বৃদ্ধি হইবে।

স্বপ্নে কয়েদি দেখিলে - চাকরি হইবে।

স্বপ্নে কয়লা দেখিলে - দুর্ণাম হইবে।

স্বপ্নে কলসি দেখিলে - সুখ শান্তি আসিবে।

স্বপ্নে কড়ি দেখিলে - দরিদ্র হইবে।

স্বপ্নে কাক দেখিলে - মোনাফেক লোকের সাথে দেখা হইবে।

স্বপ্নে কাগজ দেখিলে - লেখক হইবে।

স্বপ্নে কামান দেখিলে - কঠিন কাজে লিপ্ত হইবে।

স্বপ্নে কাবা ঘর দেখিলে - ভাগ্য সুপ্রসন্ন হইবে।

স্বপ্নে কাপড় দেখিলে - ধন দৌলত লাভ হইবে।

স্বপ্নে কাপড় পড়িতে দেখিলে - দুঃখ কষ্ট ভোগ করিবে।

স্বপ্নে কোরান শরীফ দেখিলে - ওয়ারিশী সম্পত্তি পাইবে।

স্বপ্নে কোদাল দেখিলে - উত্তম চাকর পাইবে।

স্বপ্নে কাঁচি দেখিলে - ঝগড়া বিবাদ ও বন্ধু বিচ্ছেদ হইবে।

স্বপ্নে কুঁড়ে ঘর দেখিলে - শত্রুর সহিত শত্রুতা বাড়িবে।

স্বপ্নে কাঁদিতে দেখিলে(নিজেকে)-সুখী হইবে।

স্বপ্নে কাঁদিতে দেখিলে (অন্যকে)-সুখ শান্তি আসিবে।

স্বপ্নে কলা ক্রয় করতে দেখিলে - পরিবার-পরিজনদের মঙ্গলের লক্ষণ।

স্বপ্নে কলম দেখিলে - সমাজ নেতা এবং উত্তম সন্তান লাভের লক্ষণ।

স্বপ্নে কলম দ্বারা লিখতে দেখিলে - মান-মর্যাদা ও সুখ্যাতি লাভের চিহ্ন।

স্বপ্নে কবর দেখিলে - উন্নতি ও মঙ্গলের নিদর্শন।

স্বপ্নে কবরের মধ্যে নিজেকে দেখিলে - গ্রেফতার হবার আলামত।

স্বপ্নে কবর অনেকগুলো একস্থানে দেখিলে - মুছিবতের লক্ষণ।

স্বপ্নে কবরস্থানে নিজেকে শায়িত দেখিলে - সুখ-শান্তি নিদর্শন।

স্বপ্নে কমলা গাছ দেখিলে - অবাঞ্ছিত উন্নতির চিহ্ন।

স্বপ্নে কলিজা দেখিলে - উত্তম চরিত্রের পত্নী লাভের লক্ষণ।

স্বপ্নে কলিজা দেখিলে - প্রেমে-বিবাহ কিংবা পুত্র সন্তান লাভের নিদর্শন।

স্বপ্নে কর্ণ দেখিলে - পুণ্যবতী স্ত্রী লাভ অথবা সুসংবাদ লাভের লক্ষণ।

স্বপ্নে কর্ণে শুনতে দেখিলে - রোগ-ব্যধি অথবা বালা-মুছিবতের লক্ষণ।

স্বপ্নে কর্ণ পরিষ্কার করতে দেখিলে - শুভ সংবাদ লাভের সম্ভাবনা।

স্বপ্নে কর্ণ লম্বা দেখিলে - দুঃসংবাদ লাভের আলামত।

স্বপ্নে কর্ণ শরীর থেকে আলাদা দেখিলে - স্ত্রী অথবা কন্যার মৃত্যুর চিহ্ন।

স্বপ্নে কর্ণ কাটতে দেখিলে(নিজেকে) - বিপদের আলামত।

স্বপ্নে কর্ণ কাটতে দেখা(অন্যর) - লম্পট হবার লক্ষণ।

স্বপ্নে কপাল দেখিলে - সন্তান লাভের লক্ষণ।

স্বপ্নে কপাল বৃহৎ দেখিলে - উত্তম স্বাস্থ্য লাভ ও পুত্র লাভের চিহ্ন।

স্বপ্নে কপাল ক্ষুদ্র দেখিলে - দুঃখাবনতির লক্ষণ।

স্বপ্নে কবুতর দেখিলে - অর্থ সম্পদ কিংবা ভাল চাকর লাভের লক্ষণ।

স্বপ্নে করাত দেখিলে - বিবাদের লক্ষণ।

স্বপ্নে করাত দ্বারা গাছ কাটতে দেখিলে - আত্নীয়-স্বজনের সাথে বিচ্ছেদ সম্ভাবনা।

স্বপ্নে কেশিয়ার দেখিলে - মান-সম্মান বৃদ্ধি ও সন্তান লাভের চিহ্ন।

স্বপ্নে কেঁচো খেতে দেখিলে - রোগ-ব্যাধির আলামত।

স্বপ্নে কেতাবের পাতা উড়ে যেতে দেখিলে - মৃত্যুর আলামত।

স্বপ্নে কৈ মাছ দেখিলে - প্রচুর পরিমাণের অর্থ লাভের সম্ভাবনা।

স্বপ্নে কোরবানী করতে দেখিলে - চিন্তা দূর ও সুখ-শান্তির চিহ্ন।

স্বপ্নে কোদাল দেখিলে - উত্তম চাকর লাভের নিশানা।

খ - - - click to collapse contents

শস্বপ্নে খরগোশ দেখিলে - অশান্তিতে কাটাইবে।

স্বপ্নে খাসী দেখিলে - ধন-দৌলত লাভ করিবে।

স্বপ্নে খাতনা করিতে দেখিলে - অর্থ লাভ হইবে।

স্বপ্নে খেজুর খাইতে দেখিলে - সুন্দরী স্ত্রী লাভ করিবে।

স্বপ্নে খুৎবা পড়িতে দেখিলে - নেক কাজে আগ্রহ হইবে।

স্বপ্নে খৈ খাইতে দেখিলে - টাকা পাওয়া ও ভালবাসা বৃদ্ধি লাভ করিবে।

স্বপ্নে খতীব দেখিলে - মহৎ লোকের সাক্ষাৎ লাভের সম্বাবনা।

স্বপ্নে খচ্চর দেখিলে - দুঃখ-দুর্দশা ও অভাবের আলামত।

স্বপ্নে খনি দেখিলে - সুখ-শান্তির নিদর্শন।

স্বপ্নে খালি মাথা দেখিলে - বিপদের লক্ষণ।

স্বপ্নে খুরমা খাওয়া দেখিলে - কন্যা সন্তান ও রূপসী স্ত্রী লাভের লক্ষণ।

গ - - - click to collapse contents

স্বপ্নে গরু দেখিলে - ভাগ্য সুপ্রসন্ন ও চাকরী লাভ করিবে।

স্বপ্নে গরুর দুধ খাইতে দেখিলে - স্বাস্থ্য ভাল হইবে।

স্বপ্নে গোলাপ ফুল দেখিলে - সম্মান বৃদ্ধি হইবে।

স্বপ্নে গাছ লাগাইতে দেখিলে - সৎ পুত্র জন্মিবে।

স্বপ্নে গরু লাল রঙের দেখিলে - সৌভাগ্যের লক্ষণ।

স্বপ্নে গরম পানি দেখিলে - রোগ বৃদ্ধির সম্ভাবনা।

স্বপ্নে গলায় খাবার আটকাতে দেখিলে - মৃত্যুর সম্ভাবনা ও বিপদের লক্ষণ।

স্বপ্নে গর্দান কাটা দেখিলে - রোগ বা ঋণ মুক্তির লক্ষণ।

স্বপ্নে গর্ভবতী মেয়েলোক দেখিলে - মনোষ্কামনা পূর্ণ হবার নিদর্শন।

স্বপ্নে গান শুনতে দেখিলে - বৃথা কাজে সময় নষ্ট করার নমুনা।

স্বপ্নে গাছে ফলশূন্য দেখিলে - সুন্দরী স্ত্রী ও কন্যা সন্তান লাভের লক্ষণ।

স্বপ্নে গুদাম ঘর দেখিলে - ব্যবসায়ে উন্নতির লক্ষণ।

স্বপ্নে গোসল করতে দেখিলে - ব্যাধি ও বিপদ মুক্তির লক্ষণ।

স্বপ্নে গোঁফ ছোট দেখিলে - মানহানির নিশানা।

স্বপ্নে গোবর দেখিলে - অশুভ লক্ষণ।

স্বপ্নে গোলাগুলি হতে দেখিলে - বিপদের আলামত।

স্বপ্নে গোসল করিতে দেখিলে - রোগমুক্তি ও সুখী হওয়ার লক্ষণ।

ঘ - - - click to collapse contents

স্বপ্নে ঘুঘু পাখি দেখিলে - সুখ-শান্তি আসিবে।

স্বপ্নে ঘোড়া দেখিলে - ধন, সম্পদ ও চাকরী লাভের সম্ভাবনা।

স্বপ্নে ঘড়ি দেখিলে - মিতব্যয়ী হইবে।

স্বপ্নে ঘুষ দিতে দেখিলে - ধন-সম্পদ বৃদ্ধির লক্ষণ।

স্বপ্নে ঘর সোনার মত দেখিলে - গৃহে অগ্নিকান্ড ঘটার সম্ভাবনা।

স্বপ্নে ঘরে মনি-মুক্তা দেখিলে - বিদ্বান হবার নিদর্শন।

স্বপ্নে ঘর জনশূন্য দেখিলে - ভবিষ্যৎ অন্ধাকারাচ্ছন্ন হবার সম্ভাবনা।

স্বপ্নে ঘরে প্রবেশ করতে দেখিলে - স্ত্রীর নিকট হতে সাহায্য লাভের সম্ভাবনা।

স্বপ্নে ঘরের ভিতরে চাঁদ দেখলে - সুন্দরী স্ত্রী লাভ করিবে।

স্বপ্নে ঘর বিক্রয় করতে দেখিলে - হঠাৎ বিপদে পড়ার লক্ষণ।

ঙ - - - click to collapse contents
শীঘ্রই আসছে

চ - - - click to collapse contents

স্বপ্নে চশমা দেখিলে - টাকা পয়সা ও সুন্দরী স্ত্রী পাইবে।

স্বপ্নে চাঁদ দেখিলে - ব্যবসায় লাভবান হইবে।

স্বপ্নে চাউল দেখিলে - কষ্টের সহিত সম্পদ হাছেল হইবে।

স্বপ্নে চা পান করতে দেখিলে - স্বাস্থ্য ভাল হওয়ার সম্ভাবনা।

স্বপ্নে চাদর দেখিলে - সতী নারী পাইবে।

স্বপ্নে চন্দ্র দেখিলে - রূপসী স্ত্রী ও সুপুত্র লাভ করিবে।

স্বপ্নে চন্দ্র মাটিতে দেখিলে - স্ত্রীর গর্ভপাত ও জরিমানা হবার লক্ষণ।

স্বপ্নে চক্ষু দেখিলে - ন্যায় নীতিতে অটল থাকার নিদর্শন।

স্বপ্নে চুলা দেখিলে - সুসংবাদ লাভের সম্ভাবনা।

স্বপ্নে চেরাগ জ্বলতে দেখিলে - বিপদাপদ ও মৃত্যুর আলামত।

স্বপ্নে চোরের হাতে মার খেতে দেখিলে - শুভ লক্ষণ।

ছ- - - click to collapse contents

স্বপ্নে ছাতা দেখিলে - সুখের দিন আসিবার সম্ভাবনা।

স্বপ্নে ছাগল দেখিলে - দুঃখ কষ্ট পাইবার সম্ভাবনা।

স্বপ্নে ছড়া(শস্যের)দেখিলে - ভাল ফসল জন্মিবে।

স্বপ্নে ছাতা(নিজের)মাথায় দেখিলে - অতিথীর আগমনের চিহ্ন।

স্বপ্নে ছাদের উঠিতে দেখিলে - উচ্চ মর্যাদা লাভের সম্ভাবনা।

স্বপ্নে ছাদ থেকে পড়ে যেতে দেখিলে - মান-সম্মানের নষ্ট হইবার সম্ভাবনা।

স্বপ্নে ছাগল জবেহ করতে দেখিলে - স্ত্রী ত্যাগের আশঙ্কা।

স্বপ্নে ছাগলের গোশত খেতে দেখিলে - কন্যা সন্তান লাভের সম্ভাবনা।

স্বপ্নে ছালা(বস্তা) দেখিলে - সম্পদ লাভের চিহ্ন।

জ- - - click to collapse contents

স্বপ্নে জাহাজ দেখিলে - প্রবাস ভ্রমণ করিবে।

স্বপ্নে জানাজা করিতে দেখিলে - দরিদ্রতা দূর হইবে।

স্বপ্নে জবেহ করিতে দেখিলে - অপরের সাহায্য পাইবে।

স্বপ্নে জোক মান-সম্মান হানি হইবে।

স্বপ্নে জুতা পরিতে দেখিলে - মান-সম্মান বৃদ্ধি পাইবে।

স্বপ্নে জলপাই দেখিলে - সুখ-শান্তির আলামত।

স্বপ্নে জমজম কূপ দেখিলে - বিদ্যা লাভ ও বুজর্গী লাভের নিদর্শন।

স্বপ্নে জঙ্গল দেখিলে - দুঃখের অবসান ও সুখের নিশানা।

স্বপ্নে জমিন দেখিলে - নেতৃত্ব লাভের সম্ভাবনা।

স্বপ্নে জমি খনন করিতে দেখিলে - হারাম রুজি অর্জনের আলামত।

স্বপ্নে জখম হতে(নিজেকে) দেখিলে - সুন্দর সন্তান লাভের লক্ষণ।

স্বপ্নে জাল নষ্ট হতে দেখিলে - আর্থিক ক্ষতির সম্ভাবনা।

স্বপ্নে জামা নতুন দেখিলে - শুভ নিদর্শন।

স্বপ্নে জ্বীন দেখিলে - ঐশ্বর্য লাভের আলামত।

স্বপ্নে জ্বীনের সাথে সহবাস করতে দেখিলে - প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হইবে।

স্বপ্নে জিহবা বের করতে দেখিলে - লজ্জা-শরম ও বদনামের লক্ষণ।

স্বপ্নে জিয়াল মাছ দেখিলে - রোগাক্রান্ত হবার লক্ষণ।

ঝ- - - click to collapse contents

স্বপ্নে ঝাড়ু দেখিলে - উত্তম চাকুরী লাভের লক্ষণ।

স্বপ্নে ঝড় তুফান হইতে দেখিলে - অভাব-অনটনের লক্ষণ।

স্বপ্নে ঝর্ণার পানি পান করতে দেখিলে - মানষিক শান্তি লাভের নিদর্শন।

স্বপ্নে ঝাড় দিতে(নিজের ঘরে) দেখিলে - অর্থ নাশের সম্ভাবনা।

স্বপ্নে ঝান্ডা লাল দেখিলে - বিবাহের নিশানা।

ঞ- - - click to collapse contents
শীঘ্রই আসছে

ট - - - click to collapse contents

স্বপ্নে টাকা পাইতে দেখিলে - সন্তান জন্মিবার সম্ভাবনা।

স্বপ্নে টাকা ধার দিতে দেখিলে - বিপদের আলামত।

স্বপ্নে টুপি পড়িতে দেখিলে - কষ্ট দূর হইবে।

স্বপ্নে টিকিট দেখিলে - বিদেশে ভ্রমণ ও সুখ-শান্তির লক্ষণ।

স্বপ্নে টিনের ঘর দেখিলে - রোগ-ব্যাধির চিহ্ন।

স্বপ্নে টুপি স্ত্রীলোকের মাথায় দেখিলে - বিবাহের নিদর্শন।

স্বপ্নে টেবিল দেখিলে - নেতৃত্ব লাভের সম্ভাবনা।

ঠ - - - click to collapse contents

স্বপ্নে ঠকতে (নিজেকে) দেখিলে - অধঃপতনের হইবার আলামত।

স্বপ্নে ঠকাতে (অন্যকে) দেখিলে - খ্যাতি বৃদ্ধির লক্ষণ।

স্বপ্নে ঠান্ডা পানি পান করতে দেখিলে - রোগমুক্তি ও চিন্তা দূর হইবে।

স্বপ্নে ঠাট্টা করতে দেখিলে - বিপদে পড়ার সম্ভাবনা।

স্বপ্নে ঠিকাদার দেখিলে - স্বভাব নষ্ট হবার লক্ষণ।

ড - - - click to collapse contents

স্বপ্নে ডাকাত দেখিলে - কুচিন্তা পড়িবে।

স্বপ্নে ডিম দেখিলে - টাকা পয়সা আসিবে।

স্বপ্নে ডাব খাইতে দেখিলে - হঠাৎ কোন আঘাত পাইবে।

স্বপ্নে ডান বাহু দেখিলে - প্রিয়জনের সাথে মিলন হইবে।

স্বপ্নে ডুবে যেতে (নদীতে) দেখিলে - রোগমুক্তি ও জেলমুক্তি লাভের নমুনা।

ঢ - - - click to collapse contents

স্বপ্নে ঢিল ছুড়তে (নিজেকে) দেখিলে - লোকের উপকার করার নিশানা।

স্বপ্নে ঢিল ছুড়তে (অন্যকে) দেখিলে - অশান্তি হইবার নমুনা।

স্বপ্নে ঢোল বাজাইতে দেখিলে - পুন্যবতী স্ত্রী লাভ ও আনন্দ লাভের নমুনা।

স্বপ্নে ঢেকুর আসতে দেখিলে - সব কাজে উন্নতির আলামত।

স্বপ্নে ঢোল নষ্ট হতে দেখিলে - কুপথ ত্যাগ করা।

ণ - - - click to collapse contents
শীঘ্রই আসছে

ত- - - click to collapse contents

স্বপ্নে তরবারী দেখিলে - বিবাহ ও সুসন্তান লাভ করিবে।

স্বপ্নে তরমুজ খাওয়া দেখিলে - উন্নতি লাভ ও সুখ-শান্তির চিহ্ন।

স্বপ্নে তারা উজ্জ্বল দেখিলে - প্রচুর ধন-সম্পদের মালিক হইবে।

স্বপ্নে তবলা দেখিলে - সুন্দরী স্ত্রী লাভের সম্ভাবনা।

স্বপ্নে তারা মাটিতে পড়িতে দেখিলে - সন্তান মৃত্যুর আলামত।

স্বপ্নে তর্ক-বিতর্কে লিপ্ত হতে দেখিলে - ভাল কাজ করার নমুনা।

স্বপ্নে তরকারী খাইতে দেখিলে - চিন্তামুক্ত হবার লক্ষণ।

থ- - - click to collapse contents

স্বপ্নে থালা দেখিলে - অনেক টাকা পয়সা পাইবার সম্ভাবনা।

স্বপ্নে থলে পূর্ণ টাকা পয়সা দেখিলে - বিপদের লিপ্ত হবার লক্ষণ।

স্বপ্নে থুথু দেখিলে - দুর্ণাম রটাইবার নমুনা।

স্বপ্নে থুথু (নিজে) ফেলতে দেখিলে - ঝগড়া-ঝাটির চিহ্ন।

স্বপ্নে থুথু (নিজের) গায়ে অন্যের দ্বারা ছিটাতে দেখিলে - সৌভাগ্যের নিদর্শন।

স্বপ্নে থুথুর সাথে রক্ত পড়তে দেখিলে - কঠিন রোগের আক্রান্ত হবার চিহ্ন।

স্বপ্নে থালা ভাঙ্গা দেখিলে - মুরব্বী ও আত্নীয়-স্বজন মৃত্যুর নিশানা।

দ- - - click to collapse contents

স্বপ্নে দুধ খাইতে দেখিলে - আয় বরকত হইবে।

স্বপ্নে দাড়ী কামান দেখিলে - সম্মান হানি হইবে।

স্বপ্নে দালান দেখিলে - সর্দারী পাইবে।

স্বপ্নে দরজা খোলা দেখিলে - উৎকৃষ্ট স্ত্রী লাভের নমুনা।

স্বপ্নে দরজা বন্ধ দেখিলে - স্ত্রী পরিত্যাগের আলামত।

স্বপ্নে দরজা ভাঙ্গা দেখিলে - বিপদের চিহ্ন।

স্বপ্নে দরূদ শরীফ পাঠ করতে (নিজে) দেখিলে - রাসুলের যিয়ারত নসীব হবে।

স্বপ্নে দরজা বড় দেখিলে - রুজী বৃদ্ধির নিদর্শন।

স্বপ্নে দাঁত দেখিলে - উন্নতির লক্ষণ।

স্বপ্নে দাঁত ম্লান দেখিলে - রোগাক্রান্ত হবার চিহ্ন।

স্বপ্নে দাঁত পড়তে দেখিলে - মুরব্বী মৃত্যুর নিশানা।

স্বপ্নে দাঁত রূপার মত দেখিলে - আর্থিক ক্ষতির সম্ভাবনা।

স্বপ্নে দাঁত সোনার মত দেখিলে - রোগ-ব্যাধি হবার লক্ষণ।

ধ - - - click to collapse contents

স্বপ্নে ধন-দৌলত দেখিলে - রোগমুক্তি ও হায়াত বৃদ্ধির লক্ষণ।

স্বপ্নে ধনুক মারতে দেখিলে - শত্রু দমন করার নমুনা।

স্বপ্নে ধনুক ক্রয় করতে দেখিলে - চিন্তা মুক্ত লাভের সম্ভাবনা।

স্বপ্নে ধনুক তীরসহ হারাতে দেখিলে - গর্ভবতী স্ত্রীর মৃত্যুর চিহ্ন।

স্বপ্নে ধনুকসহ বর্শাপ্রাপ্তি দেখিলে - স্বামী-স্ত্রীর মিলন হইবে।

স্বপ্নে ধান দেখিলে - হায়াত বৃদ্ধির লক্ষণ।

স্বপ্নে ধান কাটতে দেখিলে - ধন-সম্পদ লাভের চিহ্ন।

স্বপ্নে ধানের গোলা শূন্য দেখিলে - বিপদের আলামত।

স্বপ্নে ধান ভাঙ্গতে দেখিলে - সৌভাগ্যের নিদর্শন।

স্বপ্নে ধোপা দেখিলে - পাপ কাজে লিপ্ত হইবে।

স্বপ্নে ধনুক দেখিলে - বহুকষ্টে জীবিকা অর্জন করিবে।

ন- - - click to collapse contents

সস্বপ্নে নামাজ পড়িতে দেখিলে - মনের বাসনা পূর্ণ হইবে।

সস্বপ্নে নাপিত দেখিলে - স্ত্রী গর্ভবতী হইবে।

সস্বপ্নে নবীকে(সঃ) দেখিলে - পাপমুক্তি ও মঙ্গল হইবে।

সস্বপ্নে নদী দেখিলে - সরকারী চাকুরী লাভের সম্ভাবনা।

সস্বপ্নে নদীর পানি পরিষ্কার দেখিলে - সুখ-শান্তির নিদর্শন।

সস্বপ্নে নদীর পানি অপরিষ্কার দেখিলে - ভাবনা-চিন্তা ও দুঃখ-কষ্টের লক্ষণ।

সস্বপ্নে নদী পাড় হতে দেখিলে - দুঃখ-কষ্ট দূর হবার লক্ষণ।

সস্বপ্নে নদীতে ডুবতে দেখিলে - বিপদের আলামত।

সস্বপ্নে নদীর উপর দিয়ে হাঁটতে দেখিলে - দ্বীনের এলেম শিক্ষার নিদর্শন।

সস্বপ্নে নদীতে গোসল করতে দেখিলে – পাপ মুক্তি ও সুখের চিহ্ন।

সস্বপ্নে নদীতে জাহাজ ভাসতে দেখিলে – বিদেশে ভ্রমণ করবার সুভাগ্য হইবে।

সস্বপ্নে নদীতে তীব্র স্রোত দেখিলে – প্রচুর অর্থ লাভের সম্ভাবনা।

সস্বপ্নে নক্ষত্র উজ্জ্বল দেখিলে – সকলের নিকট থেকে সাহায্য পাইবে।

সস্বপ্নে নক্ষত্র একত্রে অনেক দেখিলে – সুখ-শান্তির চিহ্ন।

সস্বপ্নে নখ লম্বা দেখিলে – শক্তি বৃদ্ধির সম্ভাবনা।

সস্বপ্নে নখ চওড়া দেখিলে – মনোবাসনা পূরণের লক্ষণ।

সস্বপ্নে নখ উঠে যেতে দেখিলে – আত্মীয়-স্বজনের মৃত্যুর আলামত।

সস্বপ্নে নরম মাটি দেখিলে – নেতৃ্ত্ব লাভ ও মান-মর্যদা বৃদ্ধির নিশানা।

সস্বপ্নে নিজকে রুগ্ন দেখিলে – দুঃখ-কষ্টের আলামত।

সস্বপ্নে নিজকে পাগল দেখিলে – অভাব অনটনের চিহ্ন।

সস্বপ্নে নিজকে ক্ষুদ্র দেখিলে – জুলুম কাজ করবে।

সস্বপ্নে নিজকে বধির দেখিলে – বিদ্যা-বুদ্ধি নষ্ট হবার সম্ভাবনা।

সস্বপ্নে নিজকে কাঁদতে – বিপদ মুক্তির লক্ষণ।

সস্বপ্নে নিজকে রোগাক্রান্ত দেখিলে – চিন্তা-ভাবনা দূর হবার লক্ষণ।

সস্বপ্নে নিজকে বৃদ্ধ দেখিলে – সফলতার সাথে বিদেশ থেকে স্বদেশে প্রত্যাবর্তন।

সস্বপ্নে নিজকে খাটো দেখিলে – অত্যাচারী হবার লক্ষণ।

সস্বপ্নে নিজের চেহারা আয়নায় দেখিলে – পুত্র-সন্তান জন্মের লক্ষণ।

সস্বপ্নে নিজকে যুবক দেখিলে – মহাকল্যাণ সাধনের নিশান।

সস্বপ্নে নিজের মাথা দেহ থেকে বিচ্ছিন্নদেখিলে – ঋণ মুক্তি ও চিন্তা দূরের লক্ষণ।

সস্বপ্নে নিজকে মৃত দেখিলে – রোগমুক্তি ও আয়ু বৃদ্ধির চিহ্ন।

সস্বপ্নে নিজকে মোসাফিররূপে দেখিলে – সৎ পথ অবলম্বনের নিদর্শন।

সস্বপ্নে নিজকে পানিতে ডুবতে দেখিলে – ঋণে জর্জরিত হবার লক্ষণ।

সস্বপ্নে নিজকে মাথা কামানো দেখিলে – মানহানি ও অপদস্থতার চিহ্ন।

প - - - click to collapse contents

স্বপ্নে পুস্তক দেখিলে - পুত্র সন্তান লাভ হইবে।

স্বপ্নে পুলিশ দেখিলে – মান মর্যাদা বৃদ্ধি পাইবে।

স্বপ্নে প্রজাপতি দেখিলে – বন্ধু-বান্ধব জুটিবে।

স্বপ্নে পাখি দেখিলে – সুখ-শান্তি পাইবে।

স্বপ্নে পাখি শিকার করিতে দেখিলে – মালামাল বৃদ্ধি হইবে।

স্বপ্নে পানি পান করিতে দেখিলে – ধন পাইবে ও রোগাক্রান্ত হইবে।

স্বপ্নে পঞ্জিকা ক্রয় করিতে দেখিলে – আয়ু বৃদ্ধির নিদর্শন।

স্বপ্নে পঞ্জিকা হাতে দেখিলে – উন্নতির লক্ষণ।

স্বপ্নে পঞ্জিকায় তারিখ দেখিলে – বিহাহ, মৃত্যু কিংবা চাকুরী লাভের নিদর্শন।

স্বপ্নে প্রজাপতি দেখিলে – বন্ধুর সাথে বিচ্ছেদ ঘটার সম্ভাবনা।

স্বপ্নে পরিধেয় বস্ত্র দেখিলে – দারিদ্রতার লক্ষণ।

স্বপ্নে পরী দেখিলে – বিদ্যা লাভের সম্ভাবনা।

স্বপ্নে পরিস্থান দেখিলে – আলেম কিংবা মান্যগণ্য হওয়ার চিহ্ন।

স্বপ্নে পর্দা লটকানো দেখিলে – মান-সম্মান বৃদ্ধির নিশানা।

স্বপ্নে পুল তৈরী করতে দেখিলে – ধন-দৌলত লাভের লক্ষণ।

স্বপ্নে পুল পার হতে দেখিলে – সফলতা লাভের নিদর্শন।

স্বপ্নে পুল ভাঙ্গা দেখিলে – নেতৃ্ত্ব লাভের নিশানা।

স্বপ্নে পুলিশে বন্দী করতে দেখিলে – শত্রু নিপাতের সম্ভাবনা।

স্বপ্নে পুরুষ কণ্ঠ শোনা দেখিলে – উত্তম কাজে রত থাকার লক্ষণ।

স্বপ্নে পুস্তক পড়তে দেখিলে – পুত্র সন্তান ও ধন লাভের চিহ্ন।

স্বপ্নে পুঁজ নির্গত হতে দেখিলে – ব্যাধি মুক্তির লক্ষণ।

স্বপ্নে পোষাক দেখিলে – মান-সম্মান বৃদ্ধি পাবার নিশানা।

স্বপ্নে পোষাক উত্তম দেখিলে – ধর্মীয় বিদ্যায় পারদর্শিতার লক্ষণ।

স্বপ্নে পোষাক সবুজ দেখিলে – ধার্মীকতা ও হজ্জ্ব আদায় করার লক্ষন।

স্বপ্নে পোষাক নীল রংয়ের দেখিলে – দুঃখ-কষ্টের আলামত।

স্বপ্নে পোষাক সাদা দেখিলে – পবিত্র ও মান-সম্মান লাভের সম্ভাবনা।

স্বপ্নে পোষাক কালো দেখিলে – মৃত্যুর নিশানা।

স্বপ্নে পোষাক মূল্যবান দেখিলে – পীড়িত হওয়ার লক্ষণ।

স্বপ্নে পোষাক জরদ রংয়ের দেখিলে - পীড়িত হওয়ার লক্ষণ।

স্বপ্নে পশুর দুধ পান করতে দেখিলে – ভাগ্য সুপ্রসন্নতার চিহ্ন।

স্বপ্নে পানির রং কালো দেখিলে – ভীষণ কষ্টের আলামত।

স্বপ্নে পানিতে সাঁতরাতে দেখিলে – আয় উন্নতির লক্ষণ।

স্বপ্নে পানিতে স্রোত দেখিলে – অর্থাগমনের পথ সুগম হবার লক্ষণ।

স্বপ্নে পানির কলস দেখিলে – সুন্দরী স্ত্রী লাভের চিহ্ন।

স্বপ্নে পানিওয়ালা দেখিলে – আল্লাহর রহমত নাযেল হওয়ার লক্ষণ।

স্বপ্নে পানি লবনযুক্ত দেখিলে – চিত্ত চাঞ্চল্য ঘটার চিহ্ন।

স্বপ্নে পানি (সাগরের) পান করা দেখিলে - বিরাট রাজ্যের অধিকারী হবার লক্ষণ।

স্বপ্নে পানির পাত্র ভাঙ্গতে দেখিলে – প্রিয়জনের সাথে বিচ্ছেদ ঘটার সম্ভাবনা।

স্বপ্নে পান খেতে দেখিলে – চিন্তামুক্ত অ আশা পূরণের লক্ষণ।

স্বপ্নে পাতা (গাছের)দেখিলে – সন্তান লাভের নিদর্শন।

স্বপ্নে পায়জামা দেখিলে – বিবাহের নিশানা।

স্বপ্নে পায়খানা করতে দেখিলে(নিজেকে) – সৌভাগ্যের নিদর্শন।

স্বপ্নে পায়খানা হতে বের হতে দেখিলে – উত্তম কাজ পরিত্যাগ করার লক্ষণ।

ফ- - - click to collapse contents

স্বপ্নে ফল দেখিলে – সুখ শান্তি পাইবে।

স্বপ্নে ফুল দেখিলে – প্রেমিক পাইবে।

স্বপ্নে ফকির দেখিলে – দুঃখ দারিদ্রে নিপাতিত হইবে।

স্বপ্নে ফলশূণ্য বৃক্ষ দেখিলে – দুঃখ দুর্দশার চিহ্ন।

স্বপ্নে ফলের বাগান দেখিলে – সুখ-শান্তি লাভের নিদর্শন।

স্বপ্নে ফলশূন্য বাগান দেখিলে – দুঃখ-কষ্টের নিশানা।

স্বপ্নে ফল চুরি হতে দেখিলে – দুর্ভাগ্যের আলামত।

স্বপ্নে ফলের খোসা দেখিলে – বিবাহ কিংবা সন্তান অথবা অর্থ লাভের সম্ভাবনা।

স্বপ্নে ফলবান গাছের ছায়ায় বসতে দেখিলে – বিপদাপন্ন হওয়ার চিহ্ন।

স্বপ্নে ফড়িং দেখিলে – নেতৃ্ত্ব ও মান-সম্মান লাভের লক্ষণ।

স্বপ্নে ফাঁদ দেখিলে – বিপদে পতিত হওয়ার আলামত।

স্বপ্নে ফাঁসি দিতে দেখিলে (নিজেকে) – উচ্চমর্যাদা লাভ, ভাবনা দূরের লক্ষণ।

স্বপ্নে ফিতা চিকন দেখিলে – আয়-রুজি বৃদ্ধির চিহ্ন।

স্বপ্নে ফিরোজ ফুল দেখিলে – দীর্ঘায়ু লাভের চিহ্ন।

স্বপ্নে ফুল দেখিলে – অবৈধ প্রণয় সৃষ্টি অথবা স্ত্রীর গর্ভবতী হবার লক্ষণ।

স্বপ্নে ফুল বাগান দেখিলে – সু-কন্যা সন্তান লাভের লক্ষণ।

স্বপ্নে ফুলের গাছ দেখিলে (ফুলসহ)- স্ত্রী অন্তঃসত্তা হবার নিদর্শন।

স্বপ্নে ফুল গোলাপ দেখিলে – মান-সম্মান ও সুখ-শান্তি লাভের চিহ্ন।

স্বপ্নে ফুল লাল দেখিলে – পুত্র লাভের নিদর্শন।

স্বপ্নে ফুল সাদা দেখিলে – অবাঞ্ছিত অবস্থায় পড়ার লক্ষণ।

স্বপ্নে ফুলশূন্য গাছ দেখিলে – দুর্ভাগ্যের আলামত।

স্বপ্নে ফুল ছিঁড়তে দেখিলে – নানা প্রকার বাধা-বিঘ্ন ও বিপদের লক্ষণ।

স্বপ্নে ফুটবল খেলা দেখিলে – প্রচুর বন্ধু ও অধিক ভালবাসা লাভের নিদর্শন।

ব - - - click to collapse contents

স্বপ্নে বিড়াল দেখিলে – অপরের সম্পদ হাতে আসিবে।

স্বপ্নে বাঘ দেখিলে – শত্রুর সহিত ঝগড়া বিবাদ হইবে।

স্বপ্নে বাগান দেখিলে – বিবাহ হইবে।

স্বপ্নে ব্যাঙ দেখিলে – সৎ লোক হওয়ার সম্ভাবনা।

স্বপ্নে বানর দেখিলে – পীড়াগ্রস্থ হইবে।

স্বপ্নে বিবাহ করিতে দেখিলে – টাকা-পয়সা পাওয়ার সম্ভাবনা।

স্বপ্নে বৃষ্টি হইতে দেখিলে – দুঃখ কষ্ট দূর হইবে।

স্বপ্নে বিছানা দেখিলে – সংসারে উন্নতি হইবে।

স্বপ্নে বন্ধুর সাথে সাক্ষাৎ হতে দেখিলে – মনোবাসনা পূরণের লক্ষণ।

স্বপ্নে বনে গমন করতে দেখিলে – পেমিকার নিকট থেকে প্রতারণার নিদর্শন।

স্বপ্নে বক্ষস্থল প্রশস্থ দেখিলে – স্বাস্থন্নতির লক্ষণ।

স্বপ্নে বর্ম দ্বারা ছিদ্র করিতে দেখিলে – হারাম রুজি উপার্জনের নমুনা।

স্বপ্নে বাজার দেখিলে – বালা-মুছিবত দূর ও সম্পদ বৃদ্ধির লক্ষণ।

স্বপ্নে বাজারে গমন করিতে দেখিলে – আয়-উন্নতির নিদর্শন।

স্বপ্নে বাগান দেখিলে – বিবাহ হওয়ার সম্ভাবনা।

স্বপ্নে বাগানে গাছ লাগাতে দেখিলে – সন্তান জন্মের নিদর্শন।

স্বপ্নে বাগান উজ্জ্বল দেখিলে – রোগ মুক্তির লক্ষণ।

স্বপ্নে বাগান ফলহীন দেখিলে – দুঃখ-কষ্ট ও অর্থ হানী হবার নিদর্শন।

স্বপ্নে বাগান সবুজ বর্ণের দেখিলে – ধনশালী হবার নিদর্শন।

স্বপ্নে বানর দেখিলে – রোগগ্রস্ত হবার সম্ভাবনা।

স্বপ্নে বালিস দেখিলে – মান-সম্মান বৃদ্ধির লক্ষণ।

স্বপ্নে বালিস ছিদ্র দেখিলে – অপমানিত হবার লক্ষণ।

স্বপ্নে বাদশাহর সাথে খেতে দেখিলে – মান-মর্যাদা বৃদ্ধির নিদর্শন।

স্বপ্নে বিছানা পরিষ্কার-পরিচ্ছন্ন দেখিলে – অর্থ অপচয়ের নমুনা।

স্বপ্নে বিবির স্তন পান করতে দেখিলে – স্বামী-স্ত্রী অধিক মহব্বতের নমুনা।

স্বপ্নে বিবির সাথে ঝগড়া করতে দেখিলে – অশান্তি ও চিন্তায় পড়িবে।

স্বপ্নে বিষ দেখিলে – দুনিয়ার প্রতি বিতৃষ্ণা জমার নমুনা।

স্বপ্নে বিষ খেতে দেখিলে – হতাশাগ্রস্ত হবার নমুনা।

স্বপ্নে বিদ্যালয়ে যেতে দেখিলে – ধর্মীয় বিদ্যায় পারদর্শী হবার নিশানা।

স্বপ্নে বেশ্যার সাথে সহবাস করিতে দেখিলে- শুভ লক্ষণ।

স্বপ্নে বেঙ দেখিলে- মহৎ ব্যক্তি হবার লক্ষণ।

স্বপ্নে বেহেস্তের নূর দেখিলে – ব্যবসায় লাভবান হবার নমুনা।

স্বপ্নে বোতলে তৈল পূর্ণ দেখিলে – বিবাহ হবার পূর্ব লক্ষণ।

স্বপ্নে বোতল অপহৃত হতে দেখিলে – স্ত্রী বিয়োগের সম্ভাবনা।

স্বপ্নে বোবা (নিজেকে)দেখিলে – পথ ভ্রষ্টতার নমুনা।

স্বপ্নে বোবা (অন্যকে)দেখিলে – পরহেজগার হবার চিহ্ন।

স্বপ্নে বৈদ্যুতিক তার দেখিলে – অর্থ প্রাপ্তির সম্ভাবনা।
ভ - - - click to collapse contents

স্বপ্নে ভিক্ষারী দেখিলে – মালের চিন্তা ও শত্রুর ভয়ের সম্ভাবনা।

স্বপ্নে ভেড়া দেখিলে – সুন্দরী স্ত্রী পাইবে।

স্বপ্নে ভাল্লুক দেখিলে - মালের চিন্তা ও শত্রুর ভয় দূর হইবে।

স্বপ্নে ভাত খাইতে দেখিলে – টাকা পাইবে ও আশা পূর্ণ হইবে।

স্বপ্নে ভাত খেতে দেখিলে – উদ্দেশ্য সিদ্ধি ও সুখ-শান্তির লক্ষণ।

স্বপ্নে ভাত রান্না করতে দেখিলে – উদ্দেশ্য সিদ্ধি ও সুখ-শান্তির লক্ষণ।

স্বপ্নে ভাত রান্না করিতে দেখিলে – বৈধ উপায়ে প্রচুর অর্থ উপার্জন।

স্বপ্নে ভাত অধিক খেতে দেখিলে – মেহমান আসার লক্ষণ।

স্বপ্নে ভাত থালা থেকে পড়ে যেতে দেখিলে – বিপদের নমুনা।

স্বপ্নে ভাংগা আয়না দেখিলে – গর্ভ নষ্ট ও দুঃখ-ক্লেশের চিহ্ন।

স্বপ্নে ভাংগা চিরুনী দেখিলে – অল্প আয়-রুজী ও ব্যধিগ্রস্ত হওয়ার নিশানা।

স্বপ্নে ভালবাসা কারো সাথে করতে দেখিলে – পরিবারের শান্তি বৃদ্ধির লক্ষণ।

স্বপ্নে ভিক্ষুক দেখিলে – দারিদ্রতার আলামত।

স্বপ্নে ভিক্ষুক নিজেকে দেখিলে – সুখ-শান্তির লক্ষণ।

স্বপ্নে ভিক্ষুকের সালাম দিতে দেখিলে – অভাব মোচনের নিদর্শন।

স্বপ্নে ভিজা কাপড় দেখিলে – সুখ-শান্তির লক্ষণ।

স্বপ্নে ভিজা ক্ষেত দেখিলে – শস্য অধিক হবার চিহ্ন।

স্বপ্নে ভূমিকম্প হতে দেখিলে - শস্য অধিক হবার চিহ্ন।

স্বপ্নে ভুনা মাংস খেতে দেখিলে – অধিক আয়-উৎপন্নের চিহ্ন।

স্বপ্নে ভুল পড়া (কোরআন শরীফ)দেখিলে - বন্ধুর মৃত্যুর সংবাদ লাভের লক্ষণ।

স্বপ্নে ভ্রূ পড়ে যেতে দেখিলে – দুর্ভাগ্যের আলামত।

ম- - - click to collapse contents

স্বপ্নে মসজিদ দেখিলে – নেক কাজে লিপ্ত হওয়া ও মুছিবত দূর হইবে।

স্বপ্নে মোনাজাত করিতে দেখিলে – খ্যাতি লাভের সম্ভাবনা।

স্বপ্নে মিলাদ শরীফ পড়িতে দেখিলে – মনের আশা পূর্ণ হইবে।

স্বপ্নে মরা লোককে জীবিত দেখিলে – অর্থশালী ও শান্তিতে থাকিবে।

স্বপ্নে মোরগ দেখিলে – পুত্র সন্তান লাভ ও আয় উন্নতি হইবে।

স্বপ্নে মাছ দেখিলে – টাকা পাওয়ার সম্ভাবনা।

স্বপ্নে মাছ ধরিতে দেখিলে – রোজগার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা।

স্বপ্নে মরা মানুষে ডাকতে দেখিলে – মৃত্যু বা ব্যাধির আলামত।

স্বপ্নে মরা মানুষের সাথে ভ্রমণ করতে দেখিলে – ভয় ভীতির চিহ্ন।

স্বপ্নে মরা মানুষের দান গ্রহণ করতে দেখিলে – বাসনা পূর্ণ ও উন্নতির লক্ষণ।

স্বপ্নে মরা মানুষ উলঙ্গ দেখিলে – পাপ মোচনের চিহ্ন।

স্বপ্নে মরা মানুষকে স্নান করতে দেখিলে – পাপীকে সৎপথে আনার লক্ষণ।

স্বপ্নে মরা মানুষ জীবিত দেখিলে – ধন-সম্পদ লাভ ও আনন্দ-ফূর্তির লক্ষণ।

স্বপ্নে মরা মানুষ বহন করতে দেখিলে – হারাম মাল উপার্জনের নিশানা।

স্বপ্নে মরা মানুষকে কাঁদতে দেখিলে – হায়াত বৃদ্ধির নিদর্শন।

স্বপ্নে মরা মানুষকে ডাকতে দেখিলে – অতি শীঘ্র মৃত্যুর নিশানা।

স্বপ্নে মরা নিজকে দেখিলে – আয়ু বৃদ্ধির নিশানা।

স্বপ্নে মরা নিজ কাফেলা দেখিলে – অন্যায় পথের যাত্রী হবার লক্ষণ।

স্বপ্নে মরা মানুষকে দাফন করতে দেখিলে- দুঃখ মোচনের নিদর্শন।

স্বপ্নে মরা মানুষকে বেহুশ দেখিলে – কুপথে পরিচালিত হবার লক্ষণ।

স্বপ্নে মরা মানুষ অন্যকে দেখিলে – স্বাস্থ্যন্নতির লক্ষণ।

স্বপ্নে মরা মাছ খেতে দেখিলে – হারাম রুজী-রোজগারের চিহ্ন।

স্বপ্নে মদীনা শরীফ দেখিলে – মঙ্গলের চিহ্ন।

স্বপ্নে মদীনা শরীফে ধ্যান করতে দেখিলে – নেকবান হওয়ার লক্ষণ।

স্বপ্নে মক্কা শরীফ যেতে দেখিলে – পুণ্য অর্জনের নিশানা।

স্বপ্নে মক্কার ঘর তাওয়াফ করতে দেখিলে – ইহ-পরলৌকিক মঙ্গলের নিশানা।

স্বপ্নে মক্কা শরীফে ওমরাহ করতে দেখিলে – মনোবাঞ্ছা পূরণের লক্ষণ।

স্বপ্নে মক্কা শরীফে রওয়ানা করতে দেখিলে – গুনাহ মাফের নিশানা।

স্বপ্নে মক্কা শরীফে রওয়ানা করতে দেখিলে – ধর্ম সুদৃঢ় থাকার লক্ষণ।

স্বপ্নে মসজিদে জায়নামাযের উপর বসা দেখিলে – মক্কা শরীফ গমনের নিদর্শন।

স্বপ্নে মসজিদে নামায পড়তে দেখিলে – প্রবাসে কষ্ট লাঘবের লক্ষণ।

স্বপ্নে মটর দেখিলে – আয় বৃদ্ধি হবে।

স্বপ্নে মোহর দেখিলে – ভাগ্যোন্নতির ও বাণিজ্যে লাভ হবে।

স্বপ্নে মশা দেখিলে – দুর্বলতার লক্ষণ।

স্বপ্নে মশারি খাটাতে দেখিলে – মৃত্যু নিদর্শন।

স্বপ্নে ময়লা পানি দেখিলে – অশান্তির নমুনা।

স্বপ্নে মাছ দেখিলে – প্রচুর অর্থ লাভের সম্ভাবনা।

স্বপ্নে মাছ রান্না করতে দেখিলে – অবনতির লক্ষণ।

স্বপ্নে মাটি কাটতে দেখিলে – হারাম উপায়ে অর্থ লাভের লক্ষণ।

য - - - click to collapse contents

স্বপ্নে যুদ্ধ করতে দেখিলে – দোষ ত্রুটি হইতে রক্ষা পাইবে।

স্বপ্নে যখম হইতে দেখিলে – ধন সম্পদের অধিকারী হইবে।

স্বপ্নে যাকাত দিতে দেখিলে – ব্যবসায় বাণিজ্যে লাভবান হওয়ার লক্ষণ।

স্বপ্নে যামিন হতে দেখিলে – অন্যের সাহায্য লাভের সম্ভাবনা।

র - - - click to collapse contents

স্বপ্নে রোজার মাস দেখিলে – রুজী রোজগার কম হইবে।

স্বপ্নে রসুন দেখিলে – দুঃখ-কষ্টের মধ্যে জীবন কাটিবে।

স্বপ্নে রগ মোটা দেখিলে – শক্তিশালী হবার নিদর্শন।

স্বপ্নে রংকার দেখিলে – লোকের সাথে প্রতারণা করার চিহ্ন।

স্বপ্নে রসুন দেখিলে – অবৈধ সম্পদ ভোগের লক্ষণ।

স্বপ্নে রাস্তা দেখিলে – আধ্যাত্মিক জ্ঞান লাভের নিশানা।

স্বপ্নে রাস্তায় চলতে দেখিলে – বহুকাজে ব্যস্ত থাকার লক্ষণ।

স্বপ্নে রাস্তা প্রস্তুত করতে দেখিলে – লোককে সদুপদেশ দান করার লক্ষণ।

স্বপ্নে রাস্তা সোজা দেখিলে – মানুষের ধোকায় পড়ার সম্ভাবনা।

ল- - - click to collapse contents

সস্বপ্নে লাউ খাওয়া বা লাউ দেখিলে – লোক বাধ্যগত হইবে।

সস্বপ্নে লেবু খাওয়া দেখিলে – দুঃখ কষ্টের সম্ভাবনা।

সস্বপ্নে লৌহ দেখিলে – লোক বাধ্য হইবে।

সস্বপ্নে লটারীতে টাকা পেতে দেখিলে – হারাম অর্থ উপার্জনের লক্ষণ।

সস্বপ্নে লড়াই করতে দেখিলে – ব্যাধিগ্রস্থ হবার নমুনা।

সস্বপ্নে লজ্জাস্থান (পুরুষের) স্ত্রীলোকে দেখিলে – দুঃখ-কষ্টের নিশানা।

সস্বপ্নে লাউ ফুল দেখিলে – ইহ-পারলৌকিক মঙ্গলের চিহ্ন।

সস্বপ্নে লাল নিশানা দেখিলে – শত্রুদের উপর জয়ী হবার লক্ষণ।

সস্বপ্নে লাল পাথর দেখিলে – প্রতিবেশীকে উপকার করার চিহ্ন।

সস্বপ্নে লাল পোষাক দেখিলে – যুদ্ধে শহীদ হবার লক্ষণ।

সস্বপ্নে লাটিম দেখিলে – খেলোয়াড় হওয়ার লক্ষণ।

সস্বপ্নে লাঠি দেখা বা লাঠি ক্রয় করা দেখিলে – সন্তান ও নেতৃত্ব লাভের সম্ভাবনা।

সস্বপ্নে লাঠি ভাঙ্গা দেখিলে – আত্মীয়-স্বজনের সাথে বিচ্ছেদের সম্ভাবনা।

সস্বপ্নে লাঠি ভর দিয়ে চলতে দেখিলে – আত্মীয় স্বজনের সাহায্য লাভের চিহ্ন।

সস্বপ্নে লাথি মারতে দেখিলে – নতুন সম্পর্ক সৃষ্টির সম্ভাবনা।

শ - - - click to collapse contents

স্বপ্নে শস্য পাকিতে দেখিলে – সুখ শান্তি আসিবে।

স্বপ্নে শিক্ষক দেখিলে – জ্ঞান বৃদ্ধি হইবে।

স্বপ্নে শশা দেখা বা শশা খাওয়া দেখিলে – অধিক আয়-উৎপন্নের লক্ষণ।

স্বপ্নে শরবত দেখা বা পান করা দেখিলে – উত্তম পুরুষ লাভের সম্ভাবনা।

স্বপ্নে শয্যা দেখিলে – স্ত্রীর সঙ্গে সহবাস করার লক্ষণ।

স্বপ্নে শহীদ দেখিলে – ধন-সম্পদ লাভ ও রোগ মুক্তির নিদর্শন।

স্বপ্নে শহীদ দেখিলে (অন্যকে) - রোগমুক্তি ও ধন লাভের চিহ্ন।

স্বপ্নে শরবতের পেয়ালা দেখিলে – সাধ্বী স্ত্রী লাভের লক্ষণ।

স ষ - - - click to collapse contents

স্বপ্নে ষাড়ে আক্রমণ করা দেখিলে – মৃত্যু বা কঠিন রোগে আক্রান্ত হওয়ার লক্ষণ।

স্বপ্নে ষাড় দেখিলে – অশুভ চিহ্ন।

স্বপ্নে সর্প দেখিলে – মনোবাঞ্ছা পূর্ণ হইবে।

স্বপ্নে সর্প মারিতে দেখিলে – আশা পূর্ণ হইবে।

স্বপ্নে সবুজ কাপড় দেখিলে – সুখ-শান্তি লাভের লক্ষণ।

স্বপ্নে সবুজ নিশানা দেখিলে – বিদেশ থেকে স্বদেশ প্রত্যাবর্তনের চিহ্ন।

স্বপ্নে সতরঞ্জি দেখিলে – সুদক্ষ খেলয়াড় হওয়ার নিশানা।

স্বপ্নে সন্ধ্যা হতে দেখিলে – সন্তানের জন্য চিন্তিত হওয়ার নমুনা।

স্বপ্নে সন্তানকে খেতে দেখিলে – বিপদ মুক্তি ও সুখ লাভের নিদর্শন।

হ - - - click to collapse contents

স্বপ্নে হাতি দেখিলে – ব্যবসায় লোকসান হইবে।

স্বপ্নে হাঁস দেখিলে – সুন্দরী রমনী পাইবে।

স্বপ্নে হলুদ দেখিলে – মনের আশা পূর্ণ হইবে।

স্বপ্নে হলুদ দেখিলে – রোগ মুক্তির নমুনা।

স্বপ্নে হাসতে (অতিরিক্ত)দেখিলে – দুঃখ-দুর্দশার লক্ষণ।

স্বপ্নে হাঁচি দিতে দেখিলে – মানসিক দুর্বলতার লক্ষণ।

স্বপ্নে হাতের তালুতে লোম দেখিলে – রোগ-ব্যধির আলামত।

স্বপ্নে হালুয়া দেখা বা হালুয়া খাওয়া দেখিলে – সুখ-শান্তি ও দীর্ঘায়ু লাভের লক্ষণ।

য় - - - click to collapse contents
শীঘ্রই আসছে

ড় - - - click to collapse contents
শীঘ্রই আসছে

ঢ় - - - click to collapse contents
শীঘ্রই আসছে

ক্ষ - - - click to collapse contents

স্বপ্নে ক্ষেতে পানি দিতে দেখিলে – অন্যের সাহায্য পাইবে।

স্বপ্নে ক্ষেতে শস্য কাটিতে দেখিলে – স্ত্রী বিচ্ছেদের সম্ভাবনা।

স্বপ্নে ক্ষমা (অন্যকে) করিতে দেখিলে – শত্রু দমন হইবে।

স্বপ্নে ক্ষীর দেখিলে – রোগ হইতে মুক্তি পাইবে।

স্বপ্নে ক্ষীর দেখিলে – রোগ নিরাময়ের লক্ষণ।

স্বপ্নে ক্ষীরমোহন দেখিলে – সুস্বাস্থ্যের নমুনা।

স্বপ্নে ক্ষেত দেখিলে – বিদ্যা ও ধন-সম্পদ লাভের চিহ্ন

ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি

Share This
Previous Post
Next Post

0 comments: