Monday, March 9, 2020

রমজান শুরু ২৫ এপ্রিল থেকে

ইনশাআল্লাহ রমজান শুরু ২৫ এপ্রিল থেকে।

২৩ এপ্রিল সূর্যাস্তের ১৪ মিনিট পর চন্দ্রাস্ত হবে আর ২৪ এপ্রিল সূর্যাস্তের ১ ঘন্টা ১৭ মিনিট পর চন্দ্রাস্ত হবে। সাধারণত সূর্যাস্তের ৪০ মিনিটের বেশি সময় পর চন্দ্রাস্ত হলে ঐদিন বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। সুতরাং, ২৩ এপ্রিল চাঁদ দেখা যাবে না। চাঁদ দেখা যাবে ২৪ এপ্রিল ইনশাআল্লাহ।

ঈদ-উল ফিতর হবে ইনশাআল্লাহ ২৫ মে।

২৩ মে সূর্যাস্তের ৩৬ মিনিট পর চন্দ্রাস্ত হবে আর ২৪ মে সূর্যাস্তের ১ ঘন্টা ৩২ মিনিট পর চন্দ্রাস্ত হবে। সুতরাং, ২৩ মে চাঁদ দেখার ক্ষীণ সম্ভাবনা আছে। তবে অতীতের রেকর্ড থেকে দেখা যায় ৩৬ মিনিটের ব্যবধানে চাঁদ তেমন দেখা যায় নাই। সুতরাং, চাঁদ দেখা যাবে ২৪ মে আর ঈদ-উল ফিতর ২৫ মে ইনশাআল্লাহ আর যদি ক্ষীণ সম্ভাবনা থেকে চাঁদ ২৩ মে দেখা যায় তাহলে ঈদ-উল ফিতর ২৪ মে।

রমজান ২০২০
রমজান ২০২০ কোন মাসে
রমজান ২০২০ ক্যালেন্ডার
২০২০ সালের রমজান কোন মাসে
রমজানের সময় সূচি 2020

ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি

Share This
Previous Post
Next Post

0 comments: