আল্লাহর বিধান অনুযায়ী ও আমাদের বিশ্বাস মতে হযরত হাওয়া (আঃ) থেকে বিবি আমেনা (সাঃআঃ) পর্যন্ত কেউই মুশরিক বা কাফের ছিলেন না ।
প্রচলিত ইসলামের ইতিহাসে বলা হয়ে থাকে যে , হালিমা নামক এক বেদুইন মহিলার দুধ পান করে মহানবী (সাঃ) লালিত পালিত হয়েছেন । কতটুকু সত্য ???
আল্লাহ কোন নবী রাসুলকেই দাইয়ের বা কোন মুশরিক মহিলার দুধ পান করান নি । সেখানে শ্রেষ্ঠ নবীকে (সাঃ) কেন তিনি দাইয়ের দুধ পান করাবেন !
এটা নবীজী (সাঃ) তথা ইসলামের শত্রুদের দ্বারা রচনা করা ভ্রান্ত ইতিহাস । এবং এটা কোরআনের বক্তব্যের সাথেও সম্পূর্ন পরিপন্থী ।
কারন হযরত মুসা (আঃ) কে আল্লাহ অন্য কোন দাইয়ের দুধ পান করতে দেন নি ।
সূত্র - সুরা কাসাস - ১২ ।
সেখানে সৈয়দুল মুরছালিন শ্রেষ্ঠ নবী (সাঃ) কে কি করে দাইয়ের দুধ পান করাবেন ?
এছাড়া পবিত্র কোরআনে পরিষ্কার বলা আছে , দুই বৎসর পর্যন্ত শিশু তার মায়ের দুধ পান করবে, এবং মা আমেনা সুস্থ্য শরীরে নবীজী (সাঃ) এর ছয় বৎসর পর্যন্ত বেঁঁচে ছিলেন ।
সেখানে কোন দুঃখে আমাদের নবীজী (সাঃ) অসুস্থ দাই মা হালিমার ঘরে গেলেন । যেখানে ঐতিহাসিকগনের মতে বিবি হালিমা একজন জন্মগতভাবে বিকলাঙ্গ মহিলা ছিলেন ।
নবীজী (সাঃ) এর মাতা বিবি আমেনা ওনার জন্মের পরেও ছয় বছর পর্যন্ত সুস্থভাবে জীবিত ছিলেন এবং কোরআনের সিদ্বান্ত অনুযায়ী দুই বছর পর্যন্ত শিশু তার মায়ের দুধ পান করবে । সেখানে নবীজী ( সাঃ) এর বেলায় প্রচারিত এই কেচ্ছা কাহিনী পুরোপুরি ভাবেই ওনার মান সম্মান এবং কোরআনের বিধানের সাথেও সংগতিপূর্ন নয় ।
ঐতিহাসিকগন বলেন যে , সে সময় দাইয়ের দুধ খাওয়ানাটা আরবের প্রচলিত প্রথা ছিল । যদি তাই হয়ে থাকে তবে হযরত আব্বাস (আঃ) , হামজা (রাঃ) , জাফর (রাঃ) , আবু তালেব (আঃ) , আবদুল মোতালেব (আঃ) সহ আরও নামকরা ব্যক্তিদের বেলায় এই রকম দাইয়ের দুধ খাওয়ানোর ইতিহাস শোনা যায় না কেন ?
তারা যদি বলেন সেটা নবীর আমলের আগের ঘটনা ।
তবে নবীর পরে যেমন হযরত আলী (আঃ) , ইমাম হাসান (আঃ) , ইমাম হোসেন (আঃ) সহ অন্যদের বেলায় এই সব কেচ্ছা কাহিনী জানা যায় না কেন ?
তাছাড়া ছয় বছর পর্যন্ত নবীজী (সাঃ) এর মাতা সুস্থ শরীরে বেঁচে ছিলেন ।
তারপর ওনার মাতার ইন্তেকালের পর ওনারই চাচা আবু তালেব (আঃ) এবং চাচি ফাতেমা বিনতে আসাদের অপার স্নেহ মমতায় উনি পরম আদরে লালিত পালিত হয়েছেন । তো এখানে দাই মা এর এই গল্পের কোন যৌক্তিক কারন বোধগম্য নয় ।
এগুলো সবই ওনার মান সম্মানকে খাটো করার হীন প্রয়াস থেকে ওনারই শত্রুদের রচনা করা মিথ্যা ইতিহাস ।
এইরকম আরো পড়ুন:
১/ শিয়ারা কি মুসলিম ?
২/ শিয়াদের বিরুদ্ধে অভিযোগ গুলো কি সত্য ?
৩/ আহলে বাইতের নামের শেষে আঃ কেন বলা হয় ?
ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি
0 comments: