Friday, October 9, 2015

কারবালা স্মরনে কবিতা


কারবালার এই দৃশ্য দেখে,(২) মন হয়ে যায় “উতলা” ৷
কে বুঝিবে মনের দুঃখ, কারে বলি সেই জ্বালা ৷৷

ফুরাত নদীর পারে যখন, এজিদের দল আসিল ৷
হুসাইনী তরবারিটা গর্জিয়া উঠিলো ৷
প্রানো ভয়ে সীমারের দল,(২) বলে সকলে “পালা” ৷৷

যুধ্দ যখন শেষ হইলো, হুসাইনের পিপাসা পায় ৷
পানি পান করিতে হুসাইন ফুরাত নদীর পারে যায় ৷
সীমারের দল সুযোগ পেয়ে,(২) বলে আক্রমন “চালা” ৷

পিছন থেকে সীমারেরা, যখন আক্রমন করে ৷
নবীজির কলিজার টুকরা মাটিতে লুটাই পড়ে ৷(২)
বলে হুসাইন পাড়বি নারে,(২) মোর গলায় “ছুড়ি চালা” ৷৷

ত্রিশ হাজার সৈন্য ছিলো, ইয়াজিদেরই দলে ৷
আরো সাতশ হাফেজ ছিলো ইতিহাসতো তাই বলে ৷(২)
মাইরা পড়ে হুসাইনেরে,(২) আসরের “নামাজ পড়লা” ৷৷

নামাজ পড়িলেই কি আর, মুসলমান তারে বলে ?
আলাইসা ফি মুসলিমুন এই কথা হুসাইন বলে ৷(২)
নিভাইয়া ইসলামের বাত্বি,(২) কিসের নামাজ “পড়িলা” ৷৷

দ্বীন মিয়ায় কয় মুমিন বেশে, এজিদ আছে আশে পাশে ৷
জ্বালাইতেছে ইসলামেরে নতুনো নতুন বেশে ৷(২)
এখনো জ্বালাইছে তারা,(২)কি করে “যাবে ভুলা” ৷৷

গীতিকার দ্বীন মোহাম্মদ চিশতী নিজামী

ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি

Share This
Previous Post
Next Post

0 comments: