শিয়া আজারবাইজানে আর্মোনিয়া আক্রমণ চালাইলে আল কায়দা ক্যান কাস্পিয়ান সাগর ফাল দিয়ে শিয়াগো প্রাণ বাচাতে গেছিলো তহন কাপেরদের প্রতি এত্ত প্রেম ছিলো ক্যা আর হেই প্রেম এহন ভাগছে ক্যা ???? অনেকে না বুঝেই উল্লুকের মতো করে প্রশ্ন করে বাসার কে ইরান সমর্থন সহয়তা করে ক্যান কারণ সিরিয়া এবং আলজেরিয়া ইরান ইরাক যুদ্ধের সময়ে ইরানকে সমর্থন ও সহযোগীতা করেছিলো তাই ইরান তার মিত্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে মাত্র । ইরান কোনো শিয়াদের উষ্কে দেয়নি ইরান সর্বদা নির্যাতিত মুসলমানদের সমর্থন দিয়ে এসেছে বিশেষ করে রোহিঙ্গাদের ফিলিস্তিনিদের ও আফগানি মুসলমানদের সহয়তা করে আসছে এছাড়া অহাবি ও ইহুদিদের হাত থেকে ইয়েমেনের জায়েদি মুসলিমদের সার্বিক সহয়তা দিয়ে আসছে জায়েদিদের শিয়া বললে ভুল হবে কারণ তারা 95 % সুন্নী আকিদায় বিশ্বাসী
ইতিপূর্বে কোথাও শিয়া সুন্নীদের মাজহাব নিয়ে যুদ্ধ হয়নি যা কিছু হয়েছে তা সম্রাজ্যবাদী শাহ + সুলতান দের রাজনৈতিক কারণেই হয়েছিল ইতিহাস এখনও তার সাক্ষ্য বহন করে আসছে
দুঃখের বিষয় ফেৎনাবাজ অহাবিরা শিয়া সুন্নীদের রাজনৈতিক দাঙ্গা গুলোকে পুজি করে মুসলমানদের ঐক্যে ফাটল ধরানোর প্রচেষ্টা চালাচ্ছে তাই আসুন আমরা এই অহাবিদের প্রতিহত করে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই
ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি
0 comments: