(বুখারী শরিফ,১ম অধ্যায়,প্রকাশকঃ
সম্মানিত পাঠক, আমরা জানি যে, মুয়াবিয়া ছিলেন একজন সর্বজনস্বীকৃ্ত মুনাফিক। তার পিতা আবু সুফিয়ান রাসুলের(সাঃ) বিরুদ্বে ২২ বছরে ২৬টি যুদ্ব করেছিলেন। মুয়াবি
রাসুল(সাঃ) বলেছেন, “ সুসংবাদ! হে আলী,নিশ্চয়ই তুমি এবং তোমার অনুসারিগন(শিয়াগ
(সুত্রঃ
তাফসীরে তাবারী,খন্ড-৩০,
মুসনাদ
তাফসী
তারিখে বাগদাদ,খন্ড-১২,
তারিখে দামেস্ক (ইবনে আসাকির,খন্ড-২,প
আহমাদ ইবনে হাম্বাল,খন্ড-২,
নুরুল আবসার(শিবলাঞ্জী
ই
তাতহিরাতুল খাওয়াস(ইবনে জাওজী আল হানাফী),পাতা-১৮
তাফসীরে ফাতহুল কাদীর(আল শাওকানী),খন্ড-৫
তাফসী
ফারাইদ সিমতাইন(ইবনে শাব্বাঘ),খন্ড-১
মানাকিব
মুখতাসার তারিখে দামেস্ক,খন্ড-৩,
মিয়ান আল ইতিদাল,খন্ড-২,প
আরজাহুল
ফুসুল আল মাহিম্মা,পাতা-১
কিফায়াতুল তালেব,পাতা ১১৯;
হুলিয়া
আল তাবরানী মুজাম আল কাবির,খন্ড-১,পা
আল হায়সামী মাজমা আল জাওয়াইদ,খন্ড-১০
ইবন
আল হায়সামী আল সাওয়ায়িক আল মুহারিকা,পাতা-২
মুয়াদ্দাতুল কুরবা,পাতা-৯২;
ত
তাফসীরে ফাতহে কাদীর,খন্ড-৫,পা
সাওয়া
নুজহাত আল মাজালিস,খন্ড-২,
মানাকে
মুয়াবিয়া কিছু সংখ্যক মিথ্যাবাদী সাহাবি ও তাবেঈনদেরকে ইমাম আলীর বিপক্ষে জাল হাদিস তৈরী করার জন্য টাকার বিনিময়ে কিনে নিয়েছিল। যেমনঃ সাহাবীদের মধ্যে আবু হুরাইরা, আমর ইবনুল আ’স ও মুগিরা ইবনে শোবাহ এবং তাবেঈনদের মধ্যে উরওয়াতু ইবনে যুবাইর।
ইমাম আলীর শাহাদাতের পর আবু হুরাইরা কুফাতে গিয়েছিল। আর সেখানে গিয়ে সে ( মুয়াবিয়ার ক্ষমতাবলে) আলীর বিপক্ষে জাল হাদিস তৈরী করে রাসুলের(সাঃ) উদ্বৃতি দিয়ে বিভিন্ন আশ্চর্য ধরনের বিষয়কে উল্লেখ করতে লাগলো। রাতের পর রাত ‘বাবুল কিনদাহ’ কুফার মসজিদে বসে বসে লোকজনের মধ্যে তার তৈরীকৃত জাল হাদিস বর্ননা করতো এবং তাদেরকে বিপথে নিয়ে যেত।
এক রাতে তার ঐ সভায় বুদ্বিমান এক যুবক অংশ নেয়। কিছু সময় তার অযৌক্তিক আলোচনা শোনার পর তাকে উদ্দেশ্য করে বললঃ ‘তোমাকে আল্লাহর কসম! তুমি কি শুনেছ যে, রাসুল(সাঃ) আলীর ব্যাপারে এই দোয়াটি করেছিলেনঃ – ‘ হে আল্লাহ! তাকেই তুমি ভালবাসো যে আলীকে ভালবাসবে আর তাকেই তুমি শত্রু ভাবো যে আলীর সাথে শত্রুতা করবে’।
আবু হুরাইরা দেখলো যে, এই মুতাওয়াতির হাদিসটিকে অস্বীকার করতে পারবে না। তাই সে বললঃ আল্লহকে সাক্ষী রাখছি,হ্যাঁ আমি এই হাদিসটি শুনেছি।
ব্যক্তিত্ব সম্পন্ন যুবকটি বললোঃ সুতরাং আল্লাহকে সাক্ষী রাখছি যে, তুমি আলীর বন্দ্বুদের সাথে শত্রুতা কর আর তাঁর শত্রুদের সাথে বন্দ্বুত্ব। অতএব
( শারহে নাহজুল বালাগাহ-ইবনে আবিল হাদিদ,খন্ড-৪,পা
ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি
0 comments: