★ দিনের প্রত্যেক বেলাতেই আল্লাহ্ আমাদেরকে
সালাতের নির্দেশ দেন। কোনো বেলাতে তাকে ডাকার নির্দেশ থাকতে পারে না, এমনটি
অবান্তর চিন্তা ভাবনা। দিনে ৫ বেলা হয়, আর এই দিনের ৫ বেলাতেই নামাজ
পড়তে হবে আত্মসমর্পণকারীদ ের, এই পরিচিত নামাজের কথা, এর ইঙ্গিত আল্লাহ্ কুরআনের যেসব আয়াতে রেখেছেন; তা হচ্ছে-
* আল্লাহ্ ২৪:৫৮ তে ভোর বেলা (ফজর) এর সালাত নাম করে বলেছেন। ১১:১১৪ তে এর সমর্থন আছে।
* আল্লাহ্ ১৭:৭৮ এ দুপুর বেলা (যোহর) এর সালাত এর নির্দেশ দেন।
* আল্লাহ্ ২:২৩৮ মধ্যবর্তী (উস্তা) (আসর)) এর সালাতের কথা বলেন। "মধ্যবর্তী" কোন নাম না।
* আল্লাহ্ ১১:১১৪ এ সন্ধ্যার (মাঘরিব) সালাতে কথা রেখেছেন।
* আল্লাহ্ ২৪:৫৮ তে রাতের (ইশা) সালাত নাম করেই বলেছেন। ১১:১১৪ তেও এর সমর্থন দেখা যায়।
২৪:৫৮, ১৭:৭৮, ২:২৩৮, ১১:১১৪ আয়াতগুলিতে পাঁচ বেলার কথা উল্লেখ আছে। লক্ষ করে দেখেন আয়াতগুলি ১৭টি অংকের সমষ্টি। অন্য আয়াতে হয়ত সালাত পড়ার বেলার কথা উল্লেখ থাকতে পারে যা আমি লক্ষ করি নাই। আপনে জেনে থাকলে কমেন্ট করবেন। এই ৫ বেলায় নামাজের জন্য অজু করার নিয়ম ৫নং সুরাতে আয়াত নং ৬। যত আয়াতে আল্লাহ্ "সালাত" শব্দ ব্যবহার করেছেন, তাদের মধ্যে এই (৫:৬) আয়াতটি হচ্ছে ১৭তম আয়াত। আল্লাহ্ই সব চালান, কোনো কিছুই এমনে এমনে হতে পারে না। সব মহিমা তাঁর!
পাঁচ ওয়াক্তে যত রাকা' নামাজ পড়ার জন্য ইব্রাহিম আদিষ্ট হয়েছেন, তারপর বংশানুক্রমে আমরা আদিষ্ট হয়েছি। তা হচ্ছে- ২ + ৪ + ৪ + ৩ + ৪ = ১৭ রাকা'
অনেকে এমন বুঝায় যেন তারা এটাও বুঝে না যে এই ১৭ রাকা' কি জিনিস বা কোথা থেকে এসেছে। যারা মানে না, তাদের উচ্চারণ না হয় উপেক্ষা করলাম, কিন্তু যারা মানে, তাদের এমন উচ্চারণ করতে কি প্রকার দুঃসাহসী হতে হয়, কল্পনার বাহিরে।
ফজর (فجر) + যোহর (ظهر) + 'আসর (عصر) + মাঘরিব (مغرب) + ইশা (عشاء)
আল্লাহ্ তার নির্ধারিত পাঁচ বেলা নামাজের সময়ের নামগুলিতে মোট ১৭টি আরবি অক্ষর রেখেছেন। সুবহানাল্লাহ্!! !
উপরে যেসব আয়াতে আল্লাহ্ আমদেরকে নামাজ আদায় করার বেলা সম্পর্কে জানান, তা হচ্ছে ২:২৩৮, ১১:১১৪, ১৭:৭৮, ২৪:৫৮; এ ২নং সুরা থেকে ২৪নং সুরা মোট ২৩টি সুরা হয়, যার মধ্যে আল্লাহ্ ১৭টি সুরাতে "সালাত" শব্দটির উল্লেখ করেছেন। আল্লাহ্র কি সব মহিমা নয়?!! সুবহানাল্লাহ্!!
"সালাত" শব্দটা সর্বশেষ যেই সুরাতে উল্লেখ হয়েছে, তা হচ্ছে সূরা ৯৮, আয়াত ৫
এই সুরা কুরআনের শেষ দিক থেকে ১৭তম সূরা, আরও দেখেন যে ৯+৮=১৭ই হয়। সুবহানাল্লাহ্!
--------------
#কার্তেসি :: একজন আত্মসমর্পণকারী
* আল্লাহ্ ২৪:৫৮ তে ভোর বেলা (ফজর) এর সালাত নাম করে বলেছেন। ১১:১১৪ তে এর সমর্থন আছে।
* আল্লাহ্ ১৭:৭৮ এ দুপুর বেলা (যোহর) এর সালাত এর নির্দেশ দেন।
* আল্লাহ্ ২:২৩৮ মধ্যবর্তী (উস্তা) (আসর)) এর সালাতের কথা বলেন। "মধ্যবর্তী" কোন নাম না।
* আল্লাহ্ ১১:১১৪ এ সন্ধ্যার (মাঘরিব) সালাতে কথা রেখেছেন।
* আল্লাহ্ ২৪:৫৮ তে রাতের (ইশা) সালাত নাম করেই বলেছেন। ১১:১১৪ তেও এর সমর্থন দেখা যায়।
২৪:৫৮, ১৭:৭৮, ২:২৩৮, ১১:১১৪ আয়াতগুলিতে পাঁচ বেলার কথা উল্লেখ আছে। লক্ষ করে দেখেন আয়াতগুলি ১৭টি অংকের সমষ্টি। অন্য আয়াতে হয়ত সালাত পড়ার বেলার কথা উল্লেখ থাকতে পারে যা আমি লক্ষ করি নাই। আপনে জেনে থাকলে কমেন্ট করবেন। এই ৫ বেলায় নামাজের জন্য অজু করার নিয়ম ৫নং সুরাতে আয়াত নং ৬। যত আয়াতে আল্লাহ্ "সালাত" শব্দ ব্যবহার করেছেন, তাদের মধ্যে এই (৫:৬) আয়াতটি হচ্ছে ১৭তম আয়াত। আল্লাহ্ই সব চালান, কোনো কিছুই এমনে এমনে হতে পারে না। সব মহিমা তাঁর!
পাঁচ ওয়াক্তে যত রাকা' নামাজ পড়ার জন্য ইব্রাহিম আদিষ্ট হয়েছেন, তারপর বংশানুক্রমে আমরা আদিষ্ট হয়েছি। তা হচ্ছে- ২ + ৪ + ৪ + ৩ + ৪ = ১৭ রাকা'
অনেকে এমন বুঝায় যেন তারা এটাও বুঝে না যে এই ১৭ রাকা' কি জিনিস বা কোথা থেকে এসেছে। যারা মানে না, তাদের উচ্চারণ না হয় উপেক্ষা করলাম, কিন্তু যারা মানে, তাদের এমন উচ্চারণ করতে কি প্রকার দুঃসাহসী হতে হয়, কল্পনার বাহিরে।
ফজর (فجر) + যোহর (ظهر) + 'আসর (عصر) + মাঘরিব (مغرب) + ইশা (عشاء)
আল্লাহ্ তার নির্ধারিত পাঁচ বেলা নামাজের সময়ের নামগুলিতে মোট ১৭টি আরবি অক্ষর রেখেছেন। সুবহানাল্লাহ্!!
উপরে যেসব আয়াতে আল্লাহ্ আমদেরকে নামাজ আদায় করার বেলা সম্পর্কে জানান, তা হচ্ছে ২:২৩৮, ১১:১১৪, ১৭:৭৮, ২৪:৫৮; এ ২নং সুরা থেকে ২৪নং সুরা মোট ২৩টি সুরা হয়, যার মধ্যে আল্লাহ্ ১৭টি সুরাতে "সালাত" শব্দটির উল্লেখ করেছেন। আল্লাহ্র কি সব মহিমা নয়?!! সুবহানাল্লাহ্!!
"সালাত" শব্দটা সর্বশেষ যেই সুরাতে উল্লেখ হয়েছে, তা হচ্ছে সূরা ৯৮, আয়াত ৫
এই সুরা কুরআনের শেষ দিক থেকে ১৭তম সূরা, আরও দেখেন যে ৯+৮=১৭ই হয়। সুবহানাল্লাহ্!
--------------
#কার্তেসি :: একজন আত্মসমর্পণকারী
ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি
0 comments: