Friday, October 9, 2015

অত্যাচারী শাসকের আনুগত্যের ব্যাপারে বুখারী শরিফে জাল হাদিস

বুখারী শরিফের অনেক হাদিসে অত্যাচারী শাসকদের আনুগত্য করতে নির্দেশ দেয়া হয়েছে
(যেমনঃ ২ঃ২২৬৪-৬৫;৩-২৯২৬,৩৩৩৫-৩৭, ৩৫১০-১২; ৪ঃ ৩৯৮৭;৬ঃ৬৫৬২-৬৪,৬৫৭৫,৬৫৮৮-৮৯,৬৬১২, ৬৬৪৪-৪৫,বুখারী শরিফ,আধুনিক প্রকাশনী)।

এ সকল হাদিসের সারাংশ এইঃ
রাসুল(সাঃ) বলেছেন, আমার পরে এমনও শাসক আসবে যারা আমার প্রদর্শিত পথে তোমাদেরকে পরিচালিত করবে না- আমার সুন্নাহও অনুসরন করবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, “ ঐ সময় আমরা কি করব?” রাসুল (সাঃ) বললেন, “ ঐসব জালিম শাসকদের কথা তোমরা শুনবে ও তাঁদের আনুগত্য করবে।তারা যদি তোমাদের আঘাত করে এবং তোমাদের ধন-সম্পত্তি ছিনিয়েও নেয়, তবুও তোমরা তাঁদের অনুসরন ও আনুগত্য করবে”। অথচ কুরানে আল্লাহ বলেছেন,”এবং তাঁদের সাথে যুদ্ব কর যতক্ষন না সমস্ত অরাজকতা নির্মুল হয়ে যায় এবং দীন কেবল আল্লাহরই জন্যই হয়”...
(সুরা বাকারাঃ১৯৩)।
(এরকম আরও আয়াত আমরা কুরানে পাই,
যেমনঃ ২ঃ১৯০,২১৬-১৭,২৪৪,৪ঃ৭৪-৭৫,৮৯-৯৪ ইত্যাদি)।

আমরা জানি,যে হাদিস কুরানের আয়াতকে সমর্থন করে না সেটি জাল হাদিস
(মুঃ আল বাকির, সহি আল কাফি, ভল্যুম-১,পাতা-৮,সংস্করন ১৪০২ হিজরী)।

ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি

Share This
Previous Post
Next Post

0 comments: