(যেমনঃ ২ঃ২২৬৪-৬৫;৩-২৯২৬,৩৩৩৫-৩৭, ৩৫১০-১২; ৪ঃ ৩৯৮৭;৬ঃ৬৫৬২-৬৪,
এ সকল হাদিসের সারাংশ এইঃ
রাসুল(সাঃ) বলেছেন, আমার পরে এমনও শাসক আসবে যারা আমার প্রদর্শিত পথে তোমাদেরকে পরিচালিত করবে না- আমার সুন্নাহও অনুসরন করবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, “ ঐ সময় আমরা কি করব?” রাসুল (সাঃ) বললেন, “ ঐসব জালিম শাসকদের কথা তোমরা শুনবে ও তাঁদের আনুগত্য করবে।তারা যদি তোমাদের আঘাত করে এবং তোমাদের ধন-সম্পত্তি ছিনিয়েও নেয়, তবুও তোমরা তাঁদের অনুসরন ও আনুগত্য করবে”। অথচ কুরানে আল্লাহ বলেছেন,”এবং তাঁদের সাথে যুদ্ব কর যতক্ষন না সমস্ত অরাজকতা নির্মুল হয়ে যায় এবং দীন কেবল আল্লাহরই জন্যই হয়”...
(সুরা বাকারাঃ১৯৩)।
(এর
যেমনঃ ২ঃ১৯০,২১৬-১৭,২৪
আমরা জানি,যে হাদিস কুরানের আয়াতকে সমর্থন করে না সেটি জাল হাদিস
(মুঃ আল বাকির, সহি আল কাফি, ভল্যুম-১,প
ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি
0 comments: