Monday, August 31, 2020

হতাশা দুর করার উপায় কি

আমি বুঝি না মানুষ কীভাবে মনে করে যে আল্লাহ তাকে কষ্ট দিয়ে, ডিপ্রেশনে আক্রান্ত করে মজা পান? আল্লাহ তো তাকে ভুল পথ থেকে সঠিক পথের দিশা দিতে তার মনটা একটু খারাপ করে দেন, যেন তার মন খারাপ হলে সে মনের মালিকের নিকট ফেরত আসে।

হতাশা দুর করার উপায় কি


মুমিন ডিপ্রেশনে ভুগলে তার রবের সাথে তার সম্পর্ক আরো গাঢ় হয়। যখন মানুষ ডিপ্রেশনে ভুগে, তখন তার মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দ হৃদয়ের গভীর থেকে উঠে আসে। প্রতিটি শব্দ রক্তমাখা হয়ে থাকে। এই মুহূর্তে যদি রবের দরবারে হাত তোলা যায়, ড্যাম শিউর যে মুখ থেকে বলার আগেই দু'আ আরশে আজীমে পৌঁছে যাবে। আপনাকে যিনি সবচাইতে বেশি ভালোবাসেন, যিনি আপনার সর্বাধিক আপন, তিনি আপনার কষ্টমাখা কথাগুলো শুনে স্থির থাকতে পারবেন না৷ আপনার কষ্টে হৃদয়ের রক্তে মাখা আপনার রবের রহমতের দরিয়ায় উত্তাল ঢেউ সৃষ্টি করবে।


আপনার বেস্টফ্রেন্ড না, সাধারণ সহপাঠী। ডিপ্রেশনের সময়ের কথাগুলো যদি তাকেও বলেন, তার মনে আপনার জন্যে দরদ উথলে উঠবে। তাহলে আপনার বেস্টফ্রেন্ড, স্ত্রী, সন্তান, মা-বাবা সবার চেয়ে যিনি আপনাকে বহুগুণে বেশি ভালোবাসেন; তিনি আপনার এত আবেগমাখা কথাগুলো শুনে কী করে স্থির থাকতে পারেন?


ডিপ্রেশনের সময় রবের দরবারে যদি হাত তুলতে পারেন, তাহলে সেটা হবে আপনার জীবনের পরম সৌভাগ্য। দু'আ যত কেঁদেকেটে করবেন, তার কাবুলিয়্যাতের চান্স ততবেশি হবে। দু'আর সময়ের কথাগুলো যতবেশি আবেগে মাখা থাকবে, রাব্বে কারীমের দরবারে এর মর্যাদা ততবেশি হবে।


কথাগুলো কোনো নাসীহা না, এগুলো ফ্যাক্ট। মানুষকে নসীহত করার যোগ্যতা ও বয়স কোনোটাই আমার হয়নি। আমি জাস্ট ফ্যাক্টটা আপনার সামনে তুলে ধরলাম। এর সত্যতা আপনি নিজে যাচাই করে দেখতে পারেন।


~আবরার আমীন


ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি

Share This
Previous Post
Next Post

0 comments: