গান শোনা ছাড়ার জন্য নিজের ইচ্ছা শক্তি অনেক গুরুত্বপূর্ন । আমি আমার নিয়তের উপর কতটা খালেছ এটা জরুরি। কাজেই পাক্কা নিয়ত থাকতে হবে । তারপর দরকার আল্লাহ সুবহানু তায়লার সাহায্য । আল্লাহ সুবহানু তায়লার কাছে বেশী বেশী দুয়া করা তিনি যেন আমাকে সাহায্য করেন । গান ছাড়ার জন্য আপনাকে আপনার ফোন, পিসি , মেমরি আশে পাশে যত ডিভাইস আছে তার সব গান ডিলিট করতে হবে। শয়তানের ধোকার দুই একটা পছন্দের গান রেখে দেবো, এটা করা যাবে না।
#গান তো কেটে ফেললাম এখন তার বদলে কি শুনব?
এটা একটা গুরুত্ব পূর্ন প্রশ্ন। এক্ষত্রে সাজেস্ট করা যায়।
১/ লেকচারঃ এই টাইম টাতে বেশী বেশী লেকচার শুনুন ।যা আপনার ইমান তাজা করতে সহায়তা করবে।লেকচার হিসেবে প্রাথমিক অবস্থায় এগুলা শোনা যায়ঃ
হেয়ার আফটার সিরিজ।প্রথমিক ভাবে যারা দ্বীনে আসেন তাদের জন্য এর থেকে উপকারি কিছু আছে কিনা জানা নেই।
এটার সাথে সাথে নবী কাহিনি শুনতে পারেন । নবী গন হচ্ছেন আমাদের পর্থিকৃৎ আমাদের আইডলদের থেকে শিক্ষা নেয়া আমাদের জন্য জরুরি ।তাছাড়া ঘটনা গুলো অনেকটা গল্পের মত হওয়াতে শুনতে ভালো লাগেব।
ইংরেজিতে পারদর্শী হলে ভালো কোন সিরাহ শুনতে পারেন ,সেই সাথে সাহাবাদের জিবনি ।আমি এ ব্যাপারে প্রিফার করব শাইখ আওলাকির লেকচার।
শাইখ আব্দুল্লাহ জাহাঙ্গীর এর কিছু লেকচার ও শুনতে পারেন।
মাওলানা যুলফিকার আহমেদ এর কিছু সর্ট উর্দু বয়ান আছে খুব তাছির করে।
শাইখ তামিম আল আদনানির লেকচার গুলা খুবি ইফেকটিভ । সাথে সুন্দর ভিডিও ভালো লাগবে ।
২/ কোরান তেলাওয়াতঃ কোরান আপনার অন্তরকে প্রশান্ত করবে। অন্তরকে নরম করবে। এ ক্ষেত্রে একবারে বড় সুরা গুলা শুনার ধৈর্য্য নাও থাকতে পারেন ছোট ছোট হার্ড টাচিং আয়াত শুনুন।
৩/ নাশিদঃ অল্প কিছু মিউজিক বিহিন নাশিদ শুনতে পারেন। যত কম শোনা যায় । এ ব্যাপারে রনাজ্ঞন, নওসাদ মাহফুজ, আবু আলী সাজেস্ট করা যায়।
আরেকটা জরুরি কাজ হচ্ছে যেসব ফ্রেন্ড গান শোনে তাদের থেকে দূরে থাকা ।
পরিবারে সাথে সময় কাটাতে পারেন ।
বই পড়ার অভ্যাস গড়ুন।
নাটক, সিনেমা, টিভি দেখা ত্যাগ করুন।
এর পরের যদি শয়তান ধোকা দেয় , তাহলে শাস্তির ব্যাবস্থা রাখুন। মানে ধরুন আপনি ভুলে গান শুনে ফেলেছেন । প্রতিটা গানের জন্য দুই রাকাত করে নফল সলাত আদায় করুন। এটা আপনার ডেস্কের সামনে লিখে রাখতে পারেন বা একটা চার্ট বানাতে পারেন । সপ্তাহ শেষে হিসাব করুন কয় রাকাত সলাত আদায় করেছেন ।
© সাজ্জাদুর রহমান শাওন
ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি
0 comments: