গত ৫০০০ বছরের ইতিহাসে এদের কেউ দখলে রাখতে পারে নাই। গ্রিসের আলেক্সেন্ডারকে তীর মেরে আহত করেছে আফগানিরা। চেঙ্গিস মঙ্গলরাও এদের কাবু করতে পারে নাই। ব্রিটিশরা যখন সুপার ছিলো, যাদের রাজত্বে সূর্য অস্ত যেতোনা তখনও তিন বার আক্রমন করেছে ব্রিটিশরা আফগানিস্তান দখলের জন্যে, প্রতিবারই লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে। প্রথমবার ব্রিটিশরা আফগান আক্রমন করে ১৮৩৯ সালে প্রায় ৪০ হাজার সৈন্য নিয়ে। আফগানিরা সবাইকে মেরে ফেলে এক ব্রিটিশ ছাড়া, তার নাম ডাঃ ব্রাইডন। তাকে বাচিয়ে রাখা হয়েছে এই জন্যে যে সে গিয়ে খবর দিবে ব্রিটিশ রাজকে যে সব ব্রিটিশ সৈন্যকে মেরে ফেলা হয়েছে।
সোভিয়েত রাশিয়াও তার সকল শক্তি দিয়েও ১৬ লক্ষ আফগানকে হত্যা করে ও দখলে রাখতে পারে নাই, উল্টা নিজেই শেষ হয়ে গেছে।
আফগান-রাশিয়া যুদ্বের সময় ফিলিস্তিনি আদনান তামিমি ও গিয়েছে আফগানিস্তানে, সে আবার ইসরাইলের বিরুদ্বেও যুদ্ব করেছে। সে বলেছে যে আফগানিদের মতো সাহসী মুসলিম আমি আর দেখি নাই। মেশিনগান ফায়ার করতেছে রাশিয়ানরা আর আফগানিরা সেটার সামনে দিয়ে দৌড়ে আসছে।
এরপর এলো আমেরিকা পুরা ইউরোপের ন্যাটো বাহিনি নিয়ে। আফগানিরা লড়াই করে যাচ্ছে এদের বিরুদ্বে ১৭ বছর ধরে। অর্ধেক আফগানিস্তান এখনো তালিবানের দখলে। পৃথিবির ১০ টা গরীব দেশগুলো মধ্যে আফগানিস্তান একটা, আর এরাই লড়ে যাচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী দেশ গুলো কাটিং এজ প্রযুক্তির অস্রের বিরুদ্বে।
আফগানিস্তানের ইতিহাস অনেক পড়েছি, এই লোকগুলার মধ্যে গাদ্দারী/মুনাফেকির হার খুবই কম, তাই ভিনদেশী কেউই এদের দখলে রাখতে পারেনা।
ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি
0 comments: