Monday, January 15, 2018

ওযু করার সঠিক নিয়ম

অযু কি ভাবে করব ? আসুন দেখে নিই আল কোরআন কি বলে,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِذَا قُمْتُمْ إِلَى الصَّلاةِ فاغْسِلُواْ وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُواْ بِرُؤُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَينِ.

হে মোমিনগণ ! যখন তোমরা নামাযের জন্য উঠ, তখন স্বীয় মুখমন্ডল ও হস্তসমূহ কনুই পর্যন্ত ধৌত কর এবং মাথা মাসেহ কর এবং পদযুগল গিটসহ ।
সূরা - আল মায়িদাহ্ আয়াত - ৬ ।

আরও সহজ করে বলি -
ইয়া কুমতু ------ যখন তোমরা দন্ডায়মান হইবে ,
আস সালাতি - নামায , উপাসনা , প্রার্থনার উদ্দেশ্যে ,
ফাগ্বসিলু - তবে তোমরা ধৌত কর ,
উজুহাকুম - তোমাদের মুখমন্ডল , তোমাদের চেহারা ,
ওয়া আইদীকুম - এবং তোমাদের হস্তসমূহ ,
ইলাল মারা ফিক্কি - কনুই সমূহ পর্যন্ত ।
ওয়া আমসাহু - এবং তোমরা মাসেহ কর ,
বিরুউসিকুম - তোমাদের মস্তক বা মাথা ,
ওয়া আরজুলাকুম - এবং তোমাদর পদযুগল ,
ইলাল কাবাইন - গোড়ালীদ্বয় বা টাকনু পর্যন্ত ।

সুপ্রিয় পাঠক ,
কথা জলের মত পরিষ্কার । অযু হচ্ছে নামাজের পূর্বশর্ত । এবং অযু হচ্ছে বাধ্যতামূলক একটি আবশ্যিক করনীয় বিধান । এখন দেখার বিষয় হল যে , আমাদের অযু আল্লাহ কতৃক নির্দেশিত পথে হচ্ছে কিনা ? যদি হয় তাহলে অযু সঠিক । কিন্ত যদি সেটা না হয় - তাহলে অযুই যেখানে ভুল সেখানে নামাজ তো পরের কথা।

পবিত্র কোরআনে মহান আল্লাহ পরিষ্কার ভাবে আদেশ দিচ্ছেন যে ,
--- এবং মাথা মাসেহ কর এবং পদযুগল গিটসহ ।
অযু করার সহিহ নিয়ম

এখন সিদ্বান্ত আপনার নিজস্ব যে , আপনি আমার মত কাঠমোল্লার কথামত পা ধৌত করিবেন নাকি মহান আল্লাহর আদেশ মত পা যুগল মাসেহ করিবেন,

শুধু একটি কথা আপনাকে স্মরন করিয়ে দেই যে, আপনার কবরে আমি বা কাঠমোল্লা কিন্ত সুপারিশ করিবার জন্য যাইবেন না ।

আর মনে রাখবেন যে সকল হাদিস কুরআন এর সাথে সাংঘর্ষিক সেই হাদিস জ্বাল/ভুয়া। আসুন মহাগ্রন্থ আল কোরআন অনুসরণ করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন।

সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
আল্লাহুমা সাল্লে আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ।

ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি

Share This
Previous Post
Next Post

0 comments: