Tuesday, January 16, 2018

ইমামত পদ্বতির বারজন ইমামগন কারা

ইমামত পদ্ধতির যে ১২ জন ইমাম এর কথা বলা হয় এরা কারা? আসুন যেনে নিন বার ইমাম এর পরিচয়। সম্পুর্ণ লেখাটি মারেফাতে ইমামত ও বেলায়েত বই এর সংকলনে মুহাম্মাদ নাজির হোসাইন পৃষ্ঠা - ৪৯ অবলম্বনে ।
ইমামত পদ্বতির বারজন ইমামগন কারা

অনেক সুন্নি মুসলমান ভাই বলেন যে , রাসুল (সাঃ) তাঁর ইন্তেকাল পরবর্তী নেতা , খলীফা বা ইমামের নাম নির্দিষ্ট করে বলে যান নি । অর্থাৎ রাসুল (সাঃ) তাঁর পরবর্তী স্থলাভিষিক্ত উত্তরসূরী কে হবেন সেটা বলে যান নি । তাহলে রাসুল (সাঃ) তাঁর উম্মতকে এতিম বিহীন অবস্থায় রেখে গেলেন !

প্রতিজন নবী রাসুলগন তাঁদের পরবর্তী স্থলাভিষিক্ত উত্তরসূরী সুনির্ধারিত করে নাম পরিচয় করিয়ে দিয়ে গেছেন । এমনকি মহান আল্লাহর হুকুম মোতাবেক হযরত মূসা (আঃ) বারজন ইমাম নিয়োগ দিয়েছিলেন । মুসা আঃ এর ১২ ইমাম তথ্যসুত্র সুরা মায়িদা আয়াত ১২।

সর্বশক্তিমান আল্লাহর বিধান অনুযায়ী প্রতি নবী রাসুলগন তাঁদের পরবর্তী উত্তরসূরী নিযুক্ত করে গেছেন । আর আল্লাহর বিধানে কখনই কোন পরিবর্তন হয় না ।

আসুন , দেখে নেওয়া যাক - এই বিষয় সুন্নি রেফারেন্স কি বলে ---

প্রসিদ্ব আহলে সুন্নাত এর পন্ডিত শায়খ সুলাইমান কান্দুজী হানাফী তুর্কি কতৃক রচিত তার প্রসিদ্ব গ্রন্থ ইয়ানাবিউল মুয়াদ্দাত নামক গ্রন্থে বর্ননা করেছেন যে ,

নাছাল নামক একজন হিহুদী মহানবী (সাঃ) এর নিকট আরজ করলেন যে ,

ইয়া রাসুল (সাঃ) , আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই যা কিছুদিন ধরে আমার মনকে অশান্ত রাখছে। কথা দিচ্ছি , আপনার জবাব যদি সঠিক হয় তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহন করব ।

নবী (সাঃ) বললেন , হে আবু অাম্মারা , তুমি প্রশ্ন করে যাও , কোন সমস্যা নেই । অনুমতি পেয়ে ঐ ব্যক্তি প্রশ্ন শুরু করল ।

প্রতিটি প্রশ্নের উত্তরে সে খুবই সন্তষ্ট হল এবং বলল যে , আপনি খুবই সঠিক জবাব দিয়েছেন ।

প্রশ্নের এক পর্যায় সে জিজ্ঞাসা করল যে , আমাকে বলে দিন , আপনার পরে কে আপনার উত্তরাধিকারী হবে ? কেননা আজ পর্যন্ত কোন নবী বা রাসুল তাঁর পরবর্তী উত্তরসূরীর নাম পরিচয় না বলে এই পৃথিবী ত্যাগ করেন নি । যেমন আমাদের নবী হযরত মুসা (আঃ) বলে গেছেন যে , তাঁর অবর্তমানে হযরত ইউসা বিন নুন হলেন তাঁর উত্তরসূর বা স্থলাভিষিক্ত ।

মহানবী (সাঃ) বললেন যে , " আমার পরে আমার উত্তরসূরী বা স্থলাভিষিক্ত হচ্ছে আমার ভাই হযরত আলী ইবনে আবু তালিব এবং তাঁর পর আমার দুই সন্তান হাসান ও হোসাইন , অতঃপর কেয়ামত পর্যন্ত অবশিষ্ট নয়জন ইমাম হোসাইন এর বংশ থেকে আগমন করবেন ।

লোকটি বলল , " ইয়া মুহাম্মাদ (সাঃ) , দয়া করে অবশিষ্ট নয়জনের নাম বলে দিন " ।
নবীজী (সাঃ) বললেন যে ,
" হোসাইনের ইন্তেকালের পর তাঁর পুত্র জয়নুল আবেদীন হবে ,
জয়নুল আবেদীনের অন্তধানের পর তাঁর স্বীয় পুত্র মোহাম্মাদ বাকের হবে ,
মোহাম্মাদ বাকেরের ইন্তেকালের পর তাঁর পুত্র জাফর সাদিক হবে ,
জাফর সাদিকের তিরোধানের পর তাঁর পুত্র মুসা কাজেম হবে ,
মুসা কাজেমের ইহলোক ত্যাগের পর তাঁর পুত্র আলী রেজা হবে ,
আলী রেজার ইন্তেকালের পর তাঁর পূত্র মুহাম্মাদ তাক্বী হবে ,
মুহাম্মাদ তাক্বীর তিরোধানের পর তাঁর পূত্র আল নাক্বী হবে ,
আল নাক্বীর ইহলোক ত্যাগের পরে তাঁর পূত্র হাসান আসকারী হবে ,
হাসান আসকারীর ইন্তেকালের পর তাঁর পূত্র ইমাম মাহদী হবে সর্বশেষ বারতম ইমাম ।
তাঁরা আল্লাহর হুজ্জাত বা জমিনের বুকে অকাট্য দলিল । "

এই জবাব পেয়ে পরক্ষনেই ঐ ইহুদী লোকটি মহানবী (সাঃ) এর নিকট ইসলাম ধর্ম গ্রহন করলেন ।
সূত্র - ইয়া নাবিউল মুয়াদ্দাত ,পৃ-৪৪১ (বৌরুত) / ইয়া নাবিউল মুয়াদ্দাত , পৃ- ৬৯১-৬৯৪ ( লাহোর,উর্দু) / ফারায়েদ নি , খন্ড-২ , পৃ- ১৩৩ , ৩১২ / সিয়ারানীও আল ইয়াওয়াক্বিত ওয়াল জওয়াহীর , খন্ড- ৩ পৃ- ৩২৭ ।

সু্প্রিয় পাঠক ,
দয়া করে খেয়াল করুন যে , একজন ইহুদী হয়েও লোকটি এই বিষয় নিশ্চিত ছিল যে , আল্লাহর বিধানে কখনই সমগ্র সৃষ্টিজগত এক মুহূর্তের জন্য আল্লাহর পক্ষ থেকে বিনা হুজ্জাতে থাকতে পারে না । অর্থাৎ রেসালতের সমাপ্তির পর আল্লাহ কতৃক মনোনীত ইমামত পদ্বতি কেয়ামত পর্যন্ত পৃথিবীতে বহাল আছে বা থাকবে । এবং সেই ইমামদের সংখ্যা হবে বারজন । এই বারজনের নাম পরিচয় সহ সকল কিছুই স্বয়ং মহানবী (সাঃ) বলে গেছেন ।

হজ্ব ফেরৎ সোয়ালক্ষ হাজী সাহাবাদের সম্মুখে গাদীর এ খুমের প্রান্তরে ইমামত ধারার প্রথম ইমাম ও নবীজী (সাঃ) এর পরবর্তী সর্বপ্রথম উত্তরাধিকার ও স্থলাভিষিক্ত হিসাবে হযরত আলী (আঃ) কে সুনির্দিষ্ট ভাবে বলে গেলেন ।

আরো পড়ুনঃ নবী বংশের লোকদের নামের সাথে কেন আঃ বলা হয়।

নবীজী (সাঃ) এর এই রকম প্রকাশ্য সুষ্পষ্ট ঘোষনার পরেও যে সকল মুসলমান বলেন যে , রাসুল (সাঃ) কাউকেই মনোনীত করে যান নি -- তারা দয়া করে ইতিহাস জানার চেষ্টা করুন ।

আজ এই পর্যন্ত,
সকলে সুস্থ ও হাসি খুশী থাকুন।
আল্লাহুমা সাল্লে আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ।


ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি

Share This
Previous Post
Next Post

1 comment: