Wednesday, October 14, 2015

যে দোয়া পড়লে রিজিক বৃদ্ধি পায়

প্রতি ওয়াক্ত সালাতে দ্বিতীয় রাকাতে সূরা আল ইমরান এর নিম্নোক্ত ২৬ ও ২৭ নম্বর আয়াত দুটো পরে দেখুন। খুবই শক্তিশালী আয়াত। ইনশাল্লাহ আপনার সকল সমস্যা ও দারিদ্রতা আল্লাহর রহমতে দূর হয়ে যাবে। আমি ভীষণ উপকার পেয়েছি। পড়ার সময় এক মনে পড়বেন। আর কখনই আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিরাশায় ভুগবেন না। মনে পূর্ণ বিশ্বাস রাখবেন যে আল্লাহ্‌ যা করেন এবং যা করবেন তা আপনার ভাল'র জন্যই করবেন।

قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاء وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاء وَتُعِزُّ مَن تَشَاء وَتُذِلُّ مَن تَشَاء بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَىَ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

বলুন ইয়া আল্লাহ! তুমিই সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান কর এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান কর আর যাকে ইচ্ছা অপমানে পতিত কর। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ব বিষয়ে ক্ষমতাশীল।

تُولِجُ اللَّيْلَ فِي الْنَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الَمَيَّتَ مِنَ الْحَيِّ وَتَرْزُقُ مَن تَشَاء بِغَيْرِ حِسَابٍ

তুমি রাতকে দিনের ভেতরে প্রবেশ করাও এবং দিনকে রাতের ভেতরে প্রবেশ করিয়ে দাও। আর তুমিই জীবিতকে মৃতের ভেতর থেকে বের করে আন এবং মৃতকে জীবিতের ভেতর থেকে বের কর। আর তুমিই যাকে ইচ্ছা বেহিসাব রিযিক দান কর।

ডাউনলোড করুন অ্যান্ড্রয়েড অ্যাপঃ রিজিক বৃদ্ধির দোয়া

ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি

Share This
Previous Post
Next Post

0 comments: