Thursday, October 15, 2015

রক্তাক্ত কারবালা

আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইমামে আকবর ইমাম হুসাইন (রা)
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শুহাদায়ে কারবালা।

 খাজা গরীবে নেওয়াজ মঈনউদ্দিন চিশতি (রাঃ) বলেছেনঃ বোকারা বুঝতে পারেনি, ইমাম হোসাইন (রাঃ) পানির পিপাসায় অসহায়ের মত মারা যাননি বরং তিনি আসল ও নকলের ভাগটি পরিষ্কার করে দেখিয়ে গেছেন। ইমাম হোসাইন (রাঃ-) এর ঘোড়া ‘দুলদুল’ এর পদধুলা বলতেও নিজেকে লজ্জাবোধ করি। অথচ আমি মঈনউদ্দিন যদি সেদিন কারবালার মাঠে একটি আঙ্গুল দিয়েও খোঁচা দিতাম তাহলে আল্লাহর কসম, সঙ্গে সঙ্গে পানির নহর বয়ে যেত।’

পৃথ্বীরাজ যখন খাজা গরীবে নেওয়াজ (রাঃ)-এর পানি বন্ধ করে দিল, তখন গরীবে নেওয়াজ হুংকার ছেড়ে বলেছিলেনঃ
“ওহে ইয়াজিদের বাচ্ছা, তুই কি এটা কারবালা পেয়েছিস? ইবনে হুসাইনের পানি বন্ধ করার সাহস কার? তুই কি আমার পানি বন্ধ করবি কমবখত? তোর সমগ্র রাজস্থানের পানি আমি আমার বাটির(মসকের) মধ্যে তুলে নিলাম।"
আল্লাহু আকবর!!! সোবহান আল্লাহ! ---
(সূত্রঃ রক্তস্নাত শহীদে কারবালা)

এখন আসুন জেনে নেই কারবালার ময়দানে জান্নাতের যুবকদের সরদার, রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম এর কলিজার টুকরা সাইয়্যুদুশ শোহাদা ইমাম হুসাইন (রাঃ) এর কারবালার মায়দানে নিজের স্বচক্ষু মোবারক দ্বারা একে একে সব শাহাদাত্ এর দৃশ্য দেখার পর পরিশেষে তিনি যখন একা দাড়িয়ে ছিলেন তার জবান মোবারক থেকে বের হওয়া কথার অংশের কিছু অনুবাদ :
"কেন আমাকে হত্যা করতে চাও?
আমি কি কোন পাপ অথবা অপরাধ করেছি?"
এজিদের সৈন্য বাহিনী বোবার মত দাড়িয়ে রইল। পুনরায় ইমাম হোসাইন (রাঃ) বললেন, "
আমাকে হত্যা করলে আল্লাহর কাছে কি জবাব দেবে?
কি জবাব দেবে আমার নানাজান রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম এর কাছে বিচার দিবসে?"
এজিদের সৈন্য বাহিনী পাথরের মত দাঁড়িয়ে আছে। আবার ইমাম হোসাইন (রাঃ) বললেন,
'হাল্ মিন্ নাস্রিন ইয়ানসুরুনা?"
'আমাদের সাহায্য করার মত কি তোমাদের মাঝে একজনও নাই?'
তারপরের আহ্বানটি সাংঘাতিক মারাত্বক। ঐতিহাসিকদের মতে এটাই ইমাম হোসাইন(রাঃ) শেষ আহ্ববান।
"আলাম্ তাস্মাও? আলাইসা ফিকুম্ মুসলিমু?" 'আমার কথা কি শুনতে পাও না?
তোমাদের মাঝে কি একজনও মুসলমান নেই?!!!!!!!

আল্লাহু আকবার-" ইসলাম জিন্দা হোতাহে হার কারবালাকে বাদ"

ইসলাম সেই কারবালা থেকে ২টি ভাগে ভাগ হল:-
১) হুসাইনী ইসলাম (যারা ইসলামের হক আকিদাকে টিকিয়ে রাখতে শহীদ হলেন।)

২) ইয়াজিদি ইসলাম (ইসলামের নাম ব্যবহার করে যারা ক্ষমতার জন্য সব ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে)

ইয়াজীদকে জান্নাতি‬ [?] বলতে বুক কাপবেনা যার জাকির‬ নায়েক ইয়াজিদকে রহিমাহুল্লাহ বলে দোয়া করে। আহলে হাদিস সবাই এখন তাকেই কানার মত অনুসরণ করে। বাতিল দলগুলোর মধ্যে রয়েছে:-
* চরমোনাই
* তাবলীগ
* জামাত/ওহাবী/হেফাজত/কাওমী
* লা-মাযহাবী/সালাফী
মিডিয়া ব্যক্তিত্: Dr. Jakir naik (ইয়াজিদের বরাইকারী)
তারেক মনোয়ার
Tv: PEACE TV/NTV/ATN BANGLA/ Islamic tv/
এগুলা সব এজিদী ইসলামের ধারক ও বাহক।

ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি

Share This
Previous Post
Next Post

0 comments: