Monday, October 12, 2015

দাবী করা হয় উমর রাঃ এর সাথে উম্মে কুলসুম বিনতে আলী এর বিবাহ হয় এবং তার থেকে নাকি সন্তানও জন্ম হয় আসলে কি তাই ?

এক ভাইজান জানতে চেয়েছেন তাই এটি পোস্ট করলাম, দাবী করা হয় উমরের সাথে উম্মে কুলসুম বিনতে আলী আঃ এর বিবাহ হয়এবং তার থেকে নাকি সন্তানও জন্ম হয়! যাদের নাম নাকি জায়েদ ও ফাতেমা !

ইতিহাস বলছে উমর ইসলাম গ্রহন করে ৪০ বছরে এবং তার মৃত্যু হয় ৬৩ বছরে !

হজরত আলী আঃ ইসলাম মানেন নয় বছর বয়সে যদিও তিনি এক মুহুর্তের জন্যও শিরক করেন নি! আর হজরত আলী আঃ বিবাহ করেন ২৫ বছর বয়সে অর্থাত ইসলাম আনার ১৬ বছর পরে!

আর হজরত আলীর বিবাহের সময় উমরের বয়স ছিলো ৫৬ বছর !

তাহলে উমরের বয়স কত বাকি থাকে যদি ইতিহাসের এই কথাটি মানা হয় যে তার মৃত্যু ৬৩ বছরে হয় ???

অর্থাৎ ৬৩-৫৬ বাদ গেলে, থাকে ৭ বছর মাত্র !

হজরত আলীর সর্ব প্রথম সন্তান হল ইমাম হাসান আঃ আর দ্বিতীয় হল ইমাম হোসায়েন আঃ আর তৃতীয় হল হজরত জ্যায়নাব আঃ আর চতুর্থ হল হজরত উম্মে কুলছূম আঃ!

এমতাবস্হায় যদি কমপক্ষে দুবছর বেশি করেও দেওয়া হয় উমরের বয়সের সাথে তাহলে উমরের মৃত্যুর সময় উম্মে কুলছুমের বয়স দাড়ায় মাত্র ৫ বছর!!!!

তাহলে বিবাহ হয়েছিলো কখন সন্তান তো দুরের কথা !!!!!
যখন উম্মে কুলছূমের বয়স ৩ বছর ছিলো তখন তার সাথে বিবাহ হয় উমরের ????????

মুল ঘটনাঃ
 সত্য ঘটনা হচ্ছে, যে উম্মে কুলছুমের বিবাহ হজরত উমরের সাথে হয় তিনি হলেন হযরত আবু বকরের মেয়ে। আবু বকরের মৃত্যুর পরে আসমা বিনতে উমাইস এর বিবাহ হজরত আলীর সাথে হয়, যিনি সঙ্গে করে নিয়ে আসেন মুহাম্মাদ বিন আবু বকর ও উম্মে কুলছুম বিনতে আবু বকর কে ।

ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি

Share This
Previous Post
Next Post

0 comments: