ভারতে প্রায় ৭০ বছর বয়স্ক এক হিন্দু লোক (হিন্দু ধর্ম অনুযায়ী নিচু জাতের) পুরো পরিবার সহ ইসলাম গ্রহণের পর তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়।
তিনি জানান ইসলাম গ্রহণ করতে পারায় তিনি অনেক খুশি।
খুশিতে লোকটি কান্না করছিলেন।
তারপর আরও বললেন,"দীর্ঘ এই জীবনে উপাসনার জন্য কখনো আমি মন্দিরে প্রবেশের অনুমতি পাইনি। অথচ ইসলাম গ্রহণের পর থেকেই আমি মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ি।
এমনকি ইমাম সাহেব আমাকে বলেছেন, যোগ্যতা অর্জন করতে পারলে আমি নাকি নামাজের ইমামতিও করতে পারব!"
---------------
ইউটিউবে বা বিধর্মীদের ইসলাম গ্রহণের কাহিনী সম্বলিত যে কোন বই পড়লে আমরা দেখতে পাব প্রায় প্রতিটি নওমুসলিমের ইসলাম গ্রহণের অনুভূতি অনেকটা একই রকম। জীবনের লম্বা একটি সময় অন্ধকারে কাটানোর পর যখন তাঁরা আলোর দিশা পান, কেউ বা কৃতজ্ঞতায় ও আনন্দে আত্মহারা হয়ে পড়েন, আবার কেউ কাঁদতে থাকেন খুশিতে।
ইংল্যান্ডের এক নওমুসলিমের বক্তব্যের ভিডিও রেকর্ডিং দেখেছিলাম, যেখানে তিনি বলেছিলেন, যখন আমি ইমাম সাহেবের সাথে কালিমা উচ্চারণ করছিলাম, আমার পুরো শরীর বারবার কেঁপে উঠছিল। আমার বিশ্বাস হচ্ছিল না, আমার মত গোনাহগার একজন মানুষকে আল্লাহ ইসলামের গ্রহণের মত এত বড় সৌভাগ্য দিবেন। আমি প্রথম বার যখন আল্লাহর সামনে সিজদা করি, মাথা উঠাতে পারছিলাম না। এত কাঁদছিলাম, আমার পুরো জীবনেও মনে হয় আমি এত কাঁদিনি।
---------------
ভেবে দেখার বিষয় হল, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে জন্মসূত্রে মুসলিম বানিয়েছেন, আমাদের কি কখনও এমন অনুভূতি হয়েছিল? দৈনিক পাঁচ বার সালাত আদায় করছি, আল্লাহর সামনে সিজদা করছি, পরিবারের সবাই মুসলিম হওয়ায় অন্যান্য আমলগুলোও কোন বাধা বিঘ্নতা ছাড়াই করতে পারছি, কখনও কি এর জন্য কৃতজ্ঞতায় আমাদের চোখে পানি এসেছিল? কখনও কি ভেবেছি, এই যে আমাদের মুখ দিয়ে বারবার আল্লাহর নাম উচ্চারিত হয়, আলহামদুলিল্লাহ ইন’শা’আল্লাহ সুবহানাল্লাহ কিছুক্ষণ পর পরই কথার ফাঁকে ফাঁকে নিজের অজান্তেই কতবার বলে ফেলি, অথচ পৃথিবীর অসংখ্য মানুষের সারাজীবনেও এ শব্দগুলো শ্রদ্ধা, ভক্তি ও ভালবাসার সাথে একবার উচ্চারণের সৌভাগ্য হয় না।
_____
“না পাওয়ার” হিসেব না কষে, বিনা চাওয়াতে যা পেয়েছি যদি তার হিসেব করতাম, যদি পারতাম তার মর্যাদা অনুধাবন করতে, কেবল ইসলামের এই একটি নি'মাহর কারণেই আমরা কৃতজ্ঞ হয়ে যেতাম। পৃথিবীর আর কোন নি'মাহ যদি দেয়া নাও হত, তারপরও আমাদের কোন আফসোস থাকতো না।
হে আল্লাহ! আমাদেরকে আপনার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন।
_
লিখেছেন, শ্রদ্ধেয় রিযওয়ানুল কাবীর ভাই
ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি
0 comments: