Tuesday, October 6, 2015

দৈনিক আমল যে সকল সুরা পাঠ করা উচিৎ

দৈনিক আমল সম্পর্কে জেনে নিন। আজকে আমরা জানবো প্রতিদিন আমল করা উচিৎ এমন কয়েকটি সুরার নাম ও সংক্ষিপ্ত ফজিলত সম্পর্কে।

১. সুরা ফাতেহা- এর উপর আর কোন দোয়া নাই। যদি বাংলা অর্থটা জেনে পড়েন দেখবেন মন ছুয়ে যাবে। আল্লাহু আকবার।
২. সুরা বাকারার প্রথম ৪ আয়াত + আয়তুল কুরসীসহ পরের দুই আয়াত (সুরা বাকারার ২৫৫, ২৫৬, ২৫৭) + সুরা বাকারার শেষ তিন আয়াত
(লিল্লাহে মা-ফিসসামাওয়াতি থেকে শেষ পর্যন্ত) সকালে ১ বার সন্ধ্যায় ১ বার.
৩. সুরা ইমরানের আয়াত ১৮, ১৯ ‘সাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা---ছারীউ’ল হিছাব’+ আয়াত ২৫, ২৬ “কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি ---বিগইরি হিসাব”।
৪. সুরা আনআমের প্রথম তিন আয়াত।
৫. সুরা তওবার শেষ দুই আয়াত।
৭. সুরা কাহফ শুক্রবার দিন পড়ার জন্য।
৮. সুরা মুলক (একে সুরা তাবারাকাল্লাজি ও বলে)- কবরে ঢাল হিসাবে সুরক্ষার জন্য ।
৯. সুরা মুজজাম্মিল ।
১০. প্রত্যেক দিন মাগরেব থেকে এশার মধ্যবর্তী সময়ে সুরা ওয়াকেয়া এবং সুরা সাজদা (একে সুরা আলিফ-লাম-মিম সাজদা ও বলে) পড়লে শবে কদরের রাতে সারা রাত ইবাদত করার সোওয়াব পাওয়া যায়।
১১. সুরা ইয়াসিন
১২. সুরা আর রাহমান
১৩. সুরা তাকাছুর- একবার পড়লে হাজার আয়াত পড়ার সোওয়াব পাওয়া যায়।
১৪. ”আউযুবিল্লাহিস সামিউল আলিম মিনাশশাইতানির রাজিম (৩ বার), বিসমিল্লাহির রাহমানির রাহিম (১ বার) + সুরা হাশরের শেষ ৪ আয়াত হুয়াল্লা হুল্লাজি লা ইলাহা থেকে শেষ পর্যন্ত” সকালে ১ বার সন্ধ্যায় ১ বার।
১৫. সুরা ফালাক ও নাস- সকল প্রকার অনিষ্ট (বিশেষভাবে জ্বীন, তাবিজ টোনা, ইত্যাদি) থেকে সুরক্ষার জন্য।
১৬. চার ক্বুল (কাফেরুন, ইখলাস, ফালাক, নাস)

দৈনিক আমল



ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি

Share This
Previous Post
Next Post

0 comments: