Saturday, October 24, 2015

কেন ১৪০০ বছর পর আজও আমরা ইমাম হুসাইনের (আঃ) মুসিবতের জন্য ক্রন্দন করি ?

ইমাম হুসাইন (আঃ) এর মুসিবতের জন্য ক্রন্দন করার দর্শন ও হেতু রয়েছে ।
এবং শীয়া ও সুন্নিদের সূত্রে ইমাম হুসাইন (আঃ) এর জন্য ক্রন্দন ও আযাদারি করার ফজিলত ও সওয়াবের কথাও বর্নিত হয়েছে ।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট -
হুজ্জাতুল ইসলাম আকবার রুসতায়ি বলেন , মুহররম মাস আসলেই আমাদের অন্তর ইমাম হুসাইন (আঃ) এর জন্য কাঁদে ।
কারবালোয় ইমাম হুসাইন (আঃ) ও তাঁর সাথিদের উপর যে জুলুম এবং অত্যাচার হয়েছিল তা মনে পড়লে সবার চোখেই পানি চলে আসে ।

ইমাম হুসাইন (আঃ) এর শোকে ক্রন্দনের ফজিলত সম্পর্কে সুন্নিদের বিখ্যাত ইমাম আহমাদ ইবনে হাম্বাল বর্ণনা করেছেন , যারা ইমাম হুসাইন (আঃ) ও আহলে বাইত (আঃ) এর শোকে ক্রন্দন করবে তাদের পুরস্কার হচ্ছে বেহেশত ।
শীয়াদের হাদিসেও ইমাম হুসাইন (আঃ) এর শোকে ক্রন্দনের ফজিলত সম্পর্কে বলা হয়েছে , কেউ যদি ইমাম হুসাইন (আঃ) এর শোকে বিন্দুমাত্র ক্রন্দন করে তার সওয়াব হচ্ছে বেহেশত ।
ইমাম রেজা (আঃ) বলেছেন , হে শাবিবের পুত্র , যদি কারও জন্য কাদঁতে চাও তাহলে ইমাম হুসাইন (আঃ) এর জন্য ক্রন্দন কর ।

তিনি আরও বলেন , কেননা এর মাধ্যমে তোমার সকল গোনাহ মাফ হয়ে যাবে ।
পবিত্র কোরআনের সূরা মারিয়ামে বর্ণিত হয়েছে -
«أُوْلَئِكَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ مِن ذُرِّيَّةِ آدَمَ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوحٍ وَمِن ذُرِّيَّةِ إِبْرَاهِيمَ وَإِسْرَائِيلَ وَمِمَّنْ هَدَيْنَا وَاجْتَبَيْنَا إِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُ الرَّحْمَن خَرُّوا سُجَّدًا وَبُكِيًّا؛
তারা হল সে সকল লোক যাদের আল্লাহ নিয়ামত প্রদান করেছেন আদমের বংশধর থেকে , যারা নবী ছিল এবং তাদের মধ্য হতে যাদের আমরা নূহের সাথে তরণীতে আরোহণ করিয়েছিলাম , এবং ইবরাহীম ও ইসরাইলের বংশধরদের হতে এবং তাদের মধ্য হতে যাদের আমরা পথনির্দেশ করেছি ও মনোনীত করেছি । যখন তাদের সম্মুখে অসীম দয়াময়ের আয়াতসমূহ আবৃত্তি করা হত তখন তারা সিজদাবনত ও ক্রন্দনরত অবস্থায় (মাটিতে) লুটিয়ে পড়ত ।

ইমাম হুসাইন (আঃ) আল্লাহর কোরআন এবং দ্বীনকে বাচানোর জন্য তার সকল কিছু উৎসর্গ করেছেন ।
সুতরাং তাঁর জন্য রোজ কিয়ামত পর্যন্ত ক্রন্দন করতে হবে ।
আর এ জন্যই দীর্ঘ ১৪০০ বছর পর আজও আমরা ইমাম হুসাইন (আঃ) এর জন্য ক্রন্দন করি ।

Related Post:  আহলে বাইতদের কেন আঃ বলা হয় ?

ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি

Share This
Previous Post
Next Post

0 comments: