(১ + ১৪২ + ৩ + ৬ = ১৫২), বা ১৯ x ৮
★"বিসমিল্লাহির রাহমানির রাহিম" এ প্রথম শব্দটি বড় বিচিত্র আকারে গঠিত।
এরূপ আরবি ব্যকরনে বানান হয় না। উক্ত
১৯ বার এর যেই কথা আছে তা হচ্ছে
স্বাভাবিক বানানের হার। বিচিত্র
বানানটি তিনটি সংখ্যাযুক্ত আয়াতে
ব্যবহৃত হয়েছে, যথা- ১:১, ১১:৪১, ২৭:৩০
যদি তিন এবং সুরা নং এবং আয়াত নং
সব যোগ দেওয়া হয়, যোগফল হয় (৩ + ১ + ১ +১১ + ৪১ + ২৭ + ৩০ = ১১৪), বা ১৯ x ৬
★যদি এই তিনটি আয়াত নাযিল হবার
সিরিয়ালি একের পর বসানো হয় (১:১,
২৭:৩০, ১১:৪১) , তখনও তা ১৯ দ্বারা
বিভাজ্য হয়। ১১২৭৩০১১৪১ = ১৯ x ৫৯৩৩১৬৩৯
সব আল্লাহর মহিমা। আলহামদুলিল্লাহ।
"তার উপরে ঊনিশ(১৯); আমরা ফেরেশতাদের ছাড়া জাহান্নামের প্রহরী নিযুক্ত করিনি
এবং তাদের সংখ্যা (১৯) কে আমরা
i)অবিশ্বাসীদের জন্য একটি পরীক্ষার
মাধ্যম বানিয়ে দিয়েছি,
ii)যেন এর মাধ্যমে যাদের ওপর আমার
কিতাব নাজিল হয়েছে তারা
দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপণ করতে পারে,
iii) যারা বিশ্বাস এনেছে তাদের
বিশ্বাসও এতে করে বৃদ্ধি পায়,
iv) এর ফলে কিতাবধারীরা এবং
বিশ্বাসীগণ যেন কোনরকম সন্দেহে
নিমজ্জিত না হতে পারে,
v)যাদের মনে সন্দেহের ব্যাধি রয়েছে
এর ফলে তারা এবং সত্য
প্রত্যাখানকারী ব্যক্তিরা বলবে, এ
উক্তি দ্বারা আল্লাহ কি বোঝাতে
চান? এভাবে আল্লাহ যাকে চান
তাকে বিপথগামী করেনন ,তিনি
যাকে চান তাকে সঠিক পথে
পরিচালিত করেন ; তোমার মালিকের
বাহিনী সম্পর্কে তিনি ছাড়া আর
কেউ জানে না,এ তো শুধু মানুষদের
উপদেশের জন্যই।"
এটি (১৯)মহান নিদর্শনগুলোর অন্যতম"
(সুরা আল মুদ্দাসির আয়াত নং ৩০,৩১,৩৫)
নিদর্শন "১৯" প্রমাণ করে কুরআনের সত্যতা। কুরআন সত্যিই আল্লাহ তা'লার পক্ষ থেকে আসা গ্রন্থ।
ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি
0 comments: