সুরা ৭৪ এ দেওয়া আছে যার আবির্ভাব বিশ্বের কাছে ঘটেছে ১৯৭৪ সনে।
১৯৭৪ অংকটির ১৯ হল নিদর্শন আর ৭৪ হল সুরা নম্বর। কাকতালীয় !!! যা কিনা কুরআন অবতারণের বা নাযিল হবার ১৪০৬ ( ১৯ x ৭৪ ) আরবি বা চান্দ্রবাৎসরিক বছর পর।{কুরআনের ১৯ এর নিদর্শনপ্রকাশ করা হয়েছে জানুয়ারী ১৯৭৪, অর্থাৎ ১৩৯৩ হিজরিতে, আর কুরআন
নাযিল হয়েছে হিজরির ১৩ বছর পূর্বে। ১৩৯৩+১৩ = ১৪০৬ = ১৯ x ৭৪ }
সুবহান আল্লাহ।
★কুরআনের প্রথম আয়াত " বিসমিল্লাহির রাহমানির রাহিম" তে মোট ১৯ টি আরবি অক্ষর রয়েছে।
"বা,সিন,মিম,আলি
যেটি স্বয়ং ১৯ এবং ১৯ দ্বারা বিভাজ্য ১৯÷১৯=১।
★কুরআনে সর্বমোট সুরা আছে ১১৪টি যা ১৯ দ্বারা বিভাজ্য। ১১৪÷১৯=৬।
★ কুরআনের সর্বমোট আয়াত আছে ৬৩৪৬ টি।
৬২৩৪ সংখ্যাযুক্ত আয়াত + ১১২ সংখ্যাবিহীন বিসমিল্লাহ্ = ৬৩৪৬ যা ১৯ দ্বারা বিভাজ্য ৬৩৪৬÷১৯=৩৩৪।
এমনকি ৬+৩+৪+৬ = ১৯। কাকতালীয়!!!!
★ কুরআনে মোট ১১৪টি "বিসমিল্লাহির রহমানীর রহীম" আছে সুরা ৯ এ অবর্তমান থাকা সত্বেও। কেননা সুরা ২৭ এ এটি দুবার এসেছে যার ফলে কুরআনে আছে মোট ১১৪টি যা সূরার সংখ্যার মত ১৯ দ্বারা বিভাজ্য। ১১৪÷১৯=৬।
★ বিসমিল্লাহ্বিহী
৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭। কাকতালীয়!!!
★ বিসমিল্লাহ্বিহী
৯+১০+১১+১২+১৩+১
গণিতশাস্ত্রে একটানা যে কোনো ১৯ সংখ্যার যোগফল ১৯ দ্বারা বিভাজ্য হয়ই- সত্য।
★ ২৭ নম্বর সূরায় দুইবার " "বিসমিল্লাহির রাহমানির রাহিম" আছে। এই দুই বিসমিল্লাহ এর মধ্যে অর্থাৎ প্রথম বিসমিল্লাহ থেকে দ্বিতীয় বিসমিল্লাহ পর্যন্ত মোট ৩৪২ টি আরবি শব্দ আছে যা ১৯ দ্বারা বিভাজ্য। ৩৪২÷১৯=১৮।
এই যে এত এত "১৯"। কি এই "১৯" "তার উপরে ঊনিশ(১৯)"
"আমরা ফেরেশতাদের ছাড়া জাহান্নামের প্রহরী নিযুক্ত করিনি এবং তাদের সংখ্যা (১৯) কে আমরা
i) অবিশ্বাসীদের জন্য একটি পরীক্ষার মাধ্যম বানিয়ে দিয়েছি,
ii) যেন এর মাধ্যমে যাদের ওপর আমার কিতাব নাজিল হয়েছে তারা দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপণ করতে পারে,
iii) যারা বিশ্বাস এনেছে তাদের বিশ্বাসও এতে করে বৃদ্ধি পায়,
iv) এর ফলে কিতাবধারীরা এবং বিশ্বাসীগণ যেন কোনরকম সন্দেহে নিমজ্জিত না হতে পারে,
v) যাদের মনে সন্দেহের ব্যাধি রয়েছে এর ফলে তারা এবং সত্য প্রত্যাখানকারী ব্যক্তিরা বলবে, এ উক্তি দ্বারা আল্লাহ কি বোঝাতে চান? এভাবে আল্লাহ যাকে চান তাকে বিপথগামী করেনন ,তিনি যাকে চান তাকে সঠিক পথে পরিচালিত করেন ; তোমার মালিকের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া আর কেউ জানে না,এ তো শুধু মানুষদের উপদেশের জন্যই।"
"এটি (১৯)মহান নিদর্শনগুলোর অন্যতম"
(সুরা আল মুদ্দাসির আয়াত নং ৩০,৩১,৩৫)
ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি
0 comments: