Tuesday, July 21, 2015

হাদিস কি কোরআনের ব্যাখ্যা?

হাদিস কাকে বলে?
---------------
-----
হাদিস আরবি শব্দ যার অর্থ কথা, বানী, ঘটনা, বৃত্তান্ত, সংবাদ।
উদাহরন :: আমি মোসলমানদের মগা বলি, এটা আমার হাদিস।
মগা মোসলমান আমাকে ভন্ড, নাস্তিক, কাদিয়ানি, খারেজি, দালাল বলে-এটা তাদের হাদিস। কবিরা কবিতা লেখে সেটা কবির হাদিস। রিপোর্টার পত্রিকায় খবর লেখে, সেটা তার হাদিস। তসলিমা নাসরিন নারী বিষয়ক প্রবন্ধ লেখে, সেটা তার হাদিস। দাদীমা রূপকথার গল্প বলেন, সেটা দাদীমার হাদিস। দৈনিন্দন জীবনে হাদিসের ছড়াছড়ি।
*তবে, দ্বীন বিষয়ক সর্বশ্রেষ্ঠ হাদিস হল আল্লাহের বানী। (৩৯:২৩)
******
কোরআনের ভাষায় হাদিস কি?
---------------------------
আল্লাহ অবতীর্ণ করেছেন উত্তম বানী (হাদিস)সম্বলিত গ্রন্থ যা সুসামঞ্জস্য এবং যা পুনঃপুনঃ আবৃত্তি করা হয়(৩৯:২৩)
এ জাতির হলো কি! যে তারা একেবারেই কোন কথা (হাদিস) বোঝে না? ( ৪:৭৮)
তোমাদের নিকট ইব্রাহিমের সম্মানিত মেহমানদিগের বৃত্তান্ত (হাদিস) এসেছে কি? (৫১:২৪)
তোমার নিকট আবৃত করার (কেয়ামত) সংবাদ (হাদিস) এসেছে কি? (৮৮:১)
******
হিকমাহ মানে কি?
-------------------
মগারা দাবী করে যে, আরবি শব্দ হিকমাহ মানে হল আরবি শব্দ হাদিস!?
তারা ৩৩:৩৪ দেখিয়ে বলে যে, সাহাবিদের ঘরে পঠিত হয় আল কোরআন এবং আল হিকমাহ!!?
প্রথমত এই আয়াতে সাহাবি বলে কোন কথা নাই।আসুন, এই আয়াতের আক্ষরিক অনুবাদ করি--
ওয়া উযকুর'না (এবং স্মরন কর) মা (যা) উছলা (পঠিত হয়) ফি-বুয়ুতিকুন্না (তোমাদের গৃহে) মিন (থেকে) আয়াতি (আয়াত) ইলাহি (আল্লাহের) ওয়াল (যা) হিকমাতি (প্রজ্ঞাময়) অর্থাৎ, স্মরন কর আল্লাহের প্রজ্ঞাময় আয়াত যা তোমাদের গৃহে পঠিত হয়।
******
কোরআনের ভাষায় হিকমাহ মানে কি?
-----------------------------------
এটা ঐ জ্ঞানের (হিকমাহ) অন্তুর্ভুক্ত যা আপনার পালনকর্তা আপনাকে ওহী মারফত দান করেছেন(১৭:৩৯)। প্রজ্ঞাময় (হিকমাহ) কোরআনের কসম (৩৬:২)।
মূলত, হিকামহ অর্থ জ্ঞান, প্রজ্ঞা।
******
আল্লাহের চ্যালেঞ্জ!!
--------------------
আল্লাহ ও তাঁর নাযিলকৃত কিতাবের (হাদিস) পাশে তারা আর কোন কথাতে (হাদিস) বিশ্বাস করে? (৪৫:৬;৭৭:৫০)
*তারা (মগা) উত্তর দিল, আমরা কোরআনের পাশে বুখারী, মুসলিম, তিরমীজি, দাঊদ, ইবনে মাজাহ, বায়হাকী-মিশকাত, ইবনে হাম্বল, দারিমী, ক্কাফী, নাহজুল, বালাগ ও আরো অনেক কিছুতে ব্যাখ্যা খুঁজি।
আল্লাহ বলেন, তাদেরকে একটি হাদিস উপস্থাপন করতে বল, যদি তারা সত্যবাদি হয় (৫২:৩৪)
*তারা (মগা) বলে, নবী সাঃ বলেছেন, আমি তাদের দিয়েছি কোরআন এবং এর মত হাদিস (আবু দাঊদ)
******
নবী মোহাম্মাদ কি নিজ থেকে বানিয়ে বলতেন?
--------------------------
মূর্খরা প্রায় অপ্রাসঙ্গিক প্রশ্ন করত (২:৬৭-৭০) যা কোরআনে তিরস্কার করা হয়েছে।
তারা বলতো, আপনি নিজে কেন কোন কিছু রচনা করেন না? রাসুল বলতেন, আমি তাই বলি যা আমার কাছে ওহী করা হয় (৭:২০৩) আর যখন আমি তোমাদের নিকট কোরআন থেকে পাঠ করি তোমরা তা কান লাগিয়ে শুনতে থাকো (৭:২০৪)। তবু, যদি তারা অপ্রাসঙ্গিক প্রশ্ন করতেই থাকতো যা আল্লাহ জানান নাই সেবিষয়ে, তবে রাসুল মৌন থাকতেন এবং সালাম জানিয়ে বিদায় নিতেন (২৫:৬৩)।
******
কেন রাসুল বানিয়ে বলতেন না?
-----------------------------
এটা (কোরআন) এক উপদেশ, যা প্রেরিত হয়েছে জগৎ সমূহের প্রভুর নিকট থেকে এবং রাসুল যদি আমার (আল্লাহ) নামে কোন হাদিস রচনা করত, আমি অবশ্যই তার দক্ষিনহস্ত ধরে ফেলতাম, এবং অবশ্যই তার কণ্ঠশিরা কেটে ফেলতাম। তোমাদের মাঝে এমন কেউ নেই যে, তাকে রক্ষা করতে পারতো (৬৯:৪৩-৪৭)
এমন নিষেধাজ্ঞা অমান্য করার সাহস নবী মোহাম্মদের ছিল না।
******
কোরআন কি বিস্তারিত? আল্লাহ কি জানান??
----------------------------------
কোরআন স্ববিস্তারিত এবং অস্পষ্ট নয় (৩০:২৮; ৪১:৩) এবং ব্যাখ্যা সম্বলিত (১১:১; ৭৫:১৯) এবং পূর্নভাবেই স্বয়ংসম্পূর্ন (৩:১৩৮; ৬:১১৪; ১৮:৫৪,৫৭; ২৫:৩৩; ৩৪:৩৮; ৩৮:৩৯)। আল্লাহের কথা যথার্থ (৬:১১৫) এবং আল্লাহ কোরআনের বাইরে কিছু রাখেন নাই (৬:৩৮)।
******
রাসুল কি হুবহু প্রচার করতেন নাকি ব্যাখ্যা করতেন?
-----------------------
রাসুল শুধু হুবহু প্রচার করতেন। বেশি / কম/ ব্যাখ্যা করে নয়(৩:২০; ৫:৪৮-৫০,৯২, ৯৯; ৬:১৯; ১৩:৪০; ১৬:৩৫, ৮২; ২৪:৫৪; ২৯:১৮; ৪২:৪৮; ৬৪:১২)।
******
সুতরাং, যারা পরকালের ব্যাপারে সন্তুষ্ট নয়, তারা অন্য বই দিয়ে কোরআনকে ঢাকতে চায় (১০:১৫)।
******
অতএব, হাদিস কোরআনের ব্যাখ্যা, তা পুরোটাই ভিত্তিহীন, অমূলক এবং বাতিল। কোরআনের ব্যাখ্যা, কোরআন নিজেই।

ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি

Share This
Previous Post
Next Post

0 comments: