ফিউচার নিয়ে এই যে আমাদের অতিরিক্ত দুশ্চিন্তা, অথচ আমরা ভুলে যাই আমাদের ফিউচার ইতিমধ্যেই লিখা হয়ে গিয়েছে। কার সাথে বিয়ে, রিযিক কোথায়, কোথায় হবে আমার আবাস, সবই অনেক আগেই লিপিবদ্ধ। যা আমার জন্য নির্ধারিত হয়েছে, তা আমার কাছে সময়মত অবশ্যই পৌছে যাবে। যা আমার জন্য লিখা হয় নি, তা কখনই আমার হবে না।
যদি কোন কিছু হাসিল করার জন্য চেষ্টা পরিশ্রমের প্রয়োজন হয়, তা হলে তা করুন। কিন্তু সেটার জন্য নিজের সবকিছু বিলিয়ে দিয়ে নয়, বরং চেষ্টা করতে আল্লাহ আদেশ দিয়েছেন সেই জন্য। স্বাভাবিক চেষ্টা ও দুআর পরও উদ্দেশ্য সাধন না হলে ভেবে নিন, এটাই ছিল আল্লাহর ফায়সালা।
নিশ্চিত থাকুন, যতক্ষন আমরা আল্লাহর সন্তুষ্টির পথে থাকবো, তিনি আমাদেরকে সেই অনুগ্রহ দিয়েই সিক্ত করবেন, যা আমাদের জন্য সব দিক দিয়েই কল্যানকর। যা আমাদের ক্ষতির কারন হবে, এমন কিছুই তিনি আমাদের উপর চাপাবেন না।
তাই, যেই সময়টা আপনি দুশ্চিন্তা করে নষ্ট করছেন, নামাজে দাঁড়িয়ে যান। চাইতে থাকুন তাঁরই কাছে। চিন্তিত হওয়ার মত যদি অবসর সময় আপনার থাকে, দুআ করার সময় কি নেই?
নিশ্চয়ই যিনি কাঁদান, তিনিই হাসান।
ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি
0 comments: