সামনে কেউ নেই, তবে হাটুর উপরে কাপড় তুলা যাবে? বাথরুমে অনেক সময় গামছা পরে কাপড় পালটাতে হয়।
সকলের জন্য সর্বাবস্থায় সতর ঢেকে রাখা ফরয। সুতরাং কোন মানুষ না থাকলেও সতরের ইহতিমাম করা আবশ্যক। অন্যথায় ফরজ তরকের গুনাহ হবে। তাই যদি গামছা পড়েই কাপড় পাল্টাতে হয় তাহলে বড় গামছা কিনে নিতে পারেন।
পুরুষের সতরের পরিমাণ হলো-
হাদীসে এসেছে-
আমর বিন শুয়াইব তার সনদে বর্ণনা করেন, রাসূল সাঃ ইরশাদ করেছেন-
فَإِنَّ مَا أَسْفَلَ مِنْ سُرَّتِهِ إِلَى رُكْبَتَيْهِ مِنْ عَوْرَتِهِ “
পুরুষের নাভির নিচ থেকে তার উভয় হাটু পর্যন্ত হল সতর। {মুসনাদে আহমাদ, হাদীস নং-৬৭৫৬}
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «عَوْرَةُ الرَّجُلِ مِنْ سُرَّتِهِ إِلَى رُكْبَتِهِ»
হযরত আবূ সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, পুরুষের সতর হল নাভি থেকে নিয়ে হাটু পর্যন্ত। {মুসনাদুশ শামীন-১৪৩}
সকলের জন্য সর্বাবস্থায় সতর ঢেকে রাখা ফরয। সুতরাং কোন মানুষ না থাকলেও সতরের ইহতিমাম করা আবশ্যক। অন্যথায় ফরজ তরকের গুনাহ হবে। তাই যদি গামছা পড়েই কাপড় পাল্টাতে হয় তাহলে বড় গামছা কিনে নিতে পারেন।
পুরুষের সতরের পরিমাণ হলো-
হাদীসে এসেছে-
আমর বিন শুয়াইব তার সনদে বর্ণনা করেন, রাসূল সাঃ ইরশাদ করেছেন-
فَإِنَّ مَا أَسْفَلَ مِنْ سُرَّتِهِ إِلَى رُكْبَتَيْهِ مِنْ عَوْرَتِهِ “
পুরুষের নাভির নিচ থেকে তার উভয় হাটু পর্যন্ত হল সতর। {মুসনাদে আহমাদ, হাদীস নং-৬৭৫৬}
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «عَوْرَةُ الرَّجُلِ مِنْ سُرَّتِهِ إِلَى رُكْبَتِهِ»
হযরত আবূ সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, পুরুষের সতর হল নাভি থেকে নিয়ে হাটু পর্যন্ত। {মুসনাদুশ শামীন-১৪৩}
ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি
0 comments: