Thursday, August 25, 2016

সর্বকালের সর্বসেরা সর্বশেষ শিক্ষক নিরক্ষর হয় কি করে ?

বিশাল এক দেশ । বিশাল সেই দেশের আয়তন । দেশটির প্রেসিডেন্টের বিশাল ক্ষমতা । তবে প্রেসিডেন্ট খুব দয়ালু । কিন্ত দুষ্টু লোকদের শাসনের বেলায় সাংঘাতিক কঠোর ও মায়ামমতা বিহীন।

যাইহোক, প্রেসিডেন্টের একদিন মনে হল যে, তার দেশে বহুদূরে একটা বড় জায়গা আছে । সেখানকার লোকেরা সবাই অশিক্ষিত ও গন্ডমূর্খ । প্রেসিডেন্ট মনস্থির করলেন যে, ঐ দেশে একজন শিক্ষক পাঠাবেন । প্রেসিডেন্ট স্বয়ং নিজেই সেই শিক্ষক মনোনীত ও নির্বাচিত করলেন । এবং যথাসময় ঐ শিক্ষক প্রেসিডেন্টের অনুমতি নিয়ে সেই দেশে চলে গেলেন। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল । প্রেসিডেন্ট এবার সিদ্বান্ত নিলেন যে , এবার কিছু বই বা কিতাব পাঠাবেন ।

রাজ দরবারে রাজদূতের তলব হল । বেশ কিছু বইখাতা নিয়ে রাজদূত ছুটে চললেন ঐ দেশের দিকে । বহু পথঘাট পেরিয়ে এক সময় ঐ দেশে পৌঁছে গেলেন রাজদূত । খুঁজতে খুঁজতে ঐ শিক্ষককে পেয়ে গেলেন শ্রেনীকক্ষে প্রচুর ছাত্র ছাত্রীকে শিক্ষাদানরত অবস্থায় । শ্রেনীকক্ষের বাইরে দাঁড়িয়ে ভিতরে প্রবেশের অনুমতি চাইলেন রাজদূত । শিক্ষক আনন্দচিত্তে রাজদূতকে অনুমতি দিলেন ভিতরে প্রবেশের ।

বহুদিন পরে দেখা হল শিক্ষক ও রাজদূতের মধ্যে । অনেক জমান কথা হল উভয়ের মধ্যে । ছাত্র ও ছাত্রীরা হাঁ করে তাকিয়ে রইল দুজনের দিকে । একজনকে তো বিলক্ষন চেনে । কিন্ত নতুন আগুন্তককে চেনে না ।
শিক্ষক পরিচয় করিয়ে দিলেন । " ইনি হচ্ছেন এই দেশের প্রধান রাজদূত । আমাদের প্রেসিডেন্ট এনাকে পঠিয়েছেন এখানে । সবাই সালাম দাও " । শ্রেনীকক্ষের সকলেই উচ্চঃস্বরে রাজদূতকে সালাম দিল ।

রাজদূত বিস্মিত হল । এই জংলী দেশের ছেলেমেয়েরা বেশ সভ্য হয়ে গেছে । রাজদূত বুঝে গেল যে , এ সবই এই শিক্ষকের অক্লান্ত ও কঠোর পরিশ্রমের ফসল । রাজদূত এবার শিক্ষককে তার আগমনের কারন বললেন ।
" মহান প্রেসিডেন্ট আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এই বইগুলি দেবার জন্য । এখন থেকে আপনি এই বইগুলি ওদেরকে পড়াবেন , ঠিক আছে " ।

শিক্ষক অবাক চোখে রাজদূতের দিকে চেয়ে রইলেন ।
রাজদূত বললেন , " কি ব্যাপার , আপনি আমার দিকে অমন করে চেয়ে আছেন কেন ? "
শিক্ষক আরও ভ্যাবাচ্যকা খেয়ে গেলেন । সেই সাথে কেমন লজ্জায় লাল হয়ে গেলেন ।
শ্রেনীকক্ষ ভরা ছাত্র ছাত্রী । শিক্ষক কিছু হয়ত বলতে চায় । কিন্ত পারছেন না ।
রাজদূত কিছুই বুঝতে পারছেন না । শিক্ষক কেন এমন করছেন ?

এখানে শিক্ষক হচ্ছেন সকলের গুরু । সকলে শিক্ষককে মানে ও সম্মান করে । কেননা একমাত্র শিক্ষক হচ্ছেন এখানে সকলের থেকে বেশী জ্ঞানী । এবং স্বয়ং প্রেসিডেন্ট ওনাকে এখানে পাঠিয়েছেন । কিছুতেই বুঝতে পারছে না যে , শিক্ষক কেন এত লজ্জিত হচ্ছেন ?

রাজদূত বলতে বাধ্য হল , " দেখুন , আপনি আমারও গুরু । আমি তো সামান্য একজন বার্তাবহনকারী পিয়ন । কিন্ত আপনি হচ্ছেন শিক্ষক এবং স্বয়ং প্রেসিডেন্ট কতৃক নির্বাচিত । স্বয়ং প্রেসিডেন্ট আপনাকে নিজে লেখাপড়া শিখিয়েছেন । তো আপনি এই বইগুলি দেখে এমন ভয় পাচ্ছেন কেন ? দয়া করে বলুন ।"

এবার শিক্ষক লজ্জা শরমের মাথা খেয়ে ক্লাস ভর্তি ছাত্র ছাত্রীদের সামনে বলেই ফেললেন যে , " আমি তো উম্মি শিক্ষক । আমি লিখতে ও পড়তে জানি না " ।

পিনঃপতন নিঃস্তব্দতা নেমে এল ক্লাসরুমে ।
এবারে রাজদূতের মনে মনে ভারী রাগ হল ।
এজন্য রাগ হল যে ,
প্রেসিডেন্ট কি জানতেন না যে , ওনার প্রেরিত শিক্ষক একজন লেখাপড়া না জানা ব্যক্তি !
যে লোক নিজেই লেখাপড়া জানে না সে লোক অপরকে কিভাবে শিক্ষা দীক্ষা দেবে ?

আর একজন অশিক্ষিত লোকের কাছে এতদূর থেকে এই বইগুলি পাঠাবার কোন প্রয়োজন আছে কি ?
একজন শিক্ষককে কি একজন পিয়ন শিক্ষা দিতে পারে ?

একজন পিয়নের পক্ষে কি সম্ভব যে , ঐ শিক্ষককে বুকে জড়িয়ে ধরবেন আর চট করে ঐ শিক্ষক লেখাপড়া জানা হয়ে যাবে !
তাহলে ঐ শিক্ষকের মানসম্মান বলতে কিছু কি আর থাকল ?
ছাত্র ছাত্রীরা কি ভাববে এহেন অশিক্ষিত শিক্ষকের বিষয় !
সবচে বড় কথা - এরকম অশিক্ষিত লেখাপড়া না জানা লোককে শিক্ষা কার্যক্রমে কিভাবে পাঠায় - এ কেমন প্রেসিডেন্ট !
---------------------------------------------
সুপ্রিয় পাঠক ,
উপরে উল্লেখিত গল্পটি একটি রুপক গল্প ।
যে কোন সুস্থ বিবেকবান মানুষ এই গল্পটি মানবে না কিছুতেই । সকলেই ঐ প্রেসিডেন্ট এবং ঐ শিক্ষককে একটা আস্ত দায়িত্বহীন ও ফালতু লোক বলবেই বলবে ।
এবং এই বলাটা খুবই যৌক্তিক ও ন্যায়সংগত বটে ।

পাঠক ,
বিস্ময়কর জঘন্য বিষয় হল যে , এই জাতীয় গাঁজাখুরী কেচ্ছাকাহিনী হাজার বছর ধরে আমাদের গলাধঃকরন করান হচ্ছে যে , আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (সাঃ) একজন নিরক্ষর লখা পড়া না জানা ব্যক্তি ছিলেন ।
বার্তাবহনকারী ফেরেশতা নাকি ওনাকে বুকে জড়িয়ে ধরেছিলেন বিধায় উনি চট করে লেখা ও পড়তে সক্ষম হয়েছিলেন ।

আপনি আরও অবাক হবেন যে , এই জাতীয় চরম অযৌক্তিক মিথ্যা কেচ্ছা কাহিনী অন্য কোন নবী রাসুলের ক্ষেত্রে বলা হয় না ।

উপসংহার , আর আমরাও সেই রকম বিশিষ্ট উম্মত - এই জাতীয় গাঁজাখুরী কাহিনী অবলীলাক্রমে বিশ্বাস করি বটে । নিজের কোন প্রিয়জন বা কোন শিক্ষকের বেলায় কিছুতেই বিশ্বাস করব না এই জাতীয় গল্প ।

কিন্ত বড়ই অদ্ভত যে , প্রিয় নবীজী (সাঃ) এর ক্ষেত্রে কোন যাচাই বাছাই না করে আমার মত কাঠমোল্লা বনু উমাইয়াদের বাজারজাতকৃত গল্প কি সুন্দর ভাবে মুসলিম উম্মত পান করে যাচ্ছে হাজার বছর ধরে !!

হায় , বনু সকীফা !
হায় , বনু সকীফা !!

পবিত্র কোরআনে এই আয়াতটি বোধহয় এজন্যেই অবতীর্ন হয়েছে যে -

" -- তোমাদের কি হয়েছে , তোমরা কেমন বিচার করছ ? তবে কি তোমরা চিন্তা ভাবনা কর না --- " ?
সুরা - সাফফাত / ১৫৪ , ১৫৫ ।

এখনো কি ভাবার সময় আসেনি ? রাসুল সাঃ এর নামে মিথ্যাচার কিভাবে সহ্য করেন ???

(আল্লাহুমা সাল্লে আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ)

ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি

Share This
Previous Post
Next Post

0 comments: