(মুসলিম ৮খন্ড, ২৭পৃষ্ঠা)
ইতিহাসবেত্তাগণ লিখেছেন যে, মুয়াবিয়ার উপর রাসুল (সাঃ) এর বদ-দোয়া কার্যকর হয়েছিল, আর সে কারণেই মুয়াবিয়া খেতে খেতে হাঁপিয়ে উঠতো তবুও তার পেট ভরতো না।
অপর একটি হাদীস হচ্ছে,
ইবনে আব্বাস হতে বর্ণিত হয়েছে, আমরা একদা রাসুল (সাঃ) এর সফর সঙ্গী ছিলাম। দু’জন লোককে গান করতে দেখা গেল, গানের মধ্যেই তারা একে অপরের কথায় জবাব দিচ্ছিল। নবী (সাঃ) বল্লেন, “দেখ তো এরা কারা”। লোকেরা বললো, “এরা হল মুয়াবিয়া এবং আমর ইবনুল আস”। তখন রাসুল (সাঃ) হাত উত্তোলন করে বল্লেন, “হে পরোওয়ারদিগার! এদেরকে বরবাদ করে দাও এবং জাহান্নামে ফেলে দাও”।
(মুসনাদে আহমদ ৪র্থ খন্ড, ৪২১পৃষ্ঠা)
উল্লেখ্য যে, পরবর্তীতে মুয়াবিয়ার উজির ছিলো আমর ইবনে আস। সে ইমাম আলীর অনুসারীদেরকে বিকৃতভাবে শাস্তি এবং হত্যা করতো। উদাহরণস্বরূপ বলা যায়, মুহাম্মদ ইবনে আবি বকর (রাঃ) এর হাত-পা কর্তন করে গাধার চামড়ায় পুরে সেটাকে সেলাই করে আগুনে নিপে করেছিলো। মুহাম্মদ ইবনে আবি বকর (রাঃ) ছিলেন, হযরত আবু বকর (রাঃ) এর পুত্র এবং ইমাম আলীর অনুসারী।
ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি
0 comments: