এতে ব্যবসায়ী লজ্জিত হয়ে তাঁর কাছে ক্ষমা চাইলেন এবং দাবীকৃত মূল্য দিতে রাজি হলেন। এতে হযরত 'আতা সালমী (রাদ্বিয়াল্লাহু
যে সম্পর্কে আমি বেখবর ছিলাম। সুতরাং আমার ওই সব আমলের কি হবে, যা কেয়ামতের দিন আল্লাহ তা'আলার
দরবারে পেশ করা হবে? জানিনা আমার ওই সব আমলে কতো দোষ-ক্রুটি প্রকাশ পাবে, যেগুলো সম্পর্কে আমি বর্তমানে বেখবর।"
[সূএঃ মিনহাযুল আবেদীন (উর্দু); কৃত-হুজ্জাতুল ইসলাম ইমাম আবু হামিদ মুহাম্মদ গাজ্জালী (রা:), পৃ. ২৯৭]
প্রিয় সম্মাণিত পাঠক!
উপরোক্ত ঘটনা গভীরভাবে পর্যালোচনা করুন! যে সব আমলকে আমরা নিজ ধারণায় সঠিক ও শুদ্ধ মনে করছি, তাতে ভূল-ত্রুটি থাকা স্বাভাবিক। তাই আমাদের এ চেষ্টা থাকা উচিত যে, নামাযের প্রয়োজনীয় মাসআলাসমূহ সম্পর্কে জ্ঞাত হওয়া এবং নিজেদের নামায সহীহ ও শুদ্ধভাবে সম্পন্ন করা। নামায আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ওই দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন করা অপরিহার্য- যাতে আমরা বরকতের ভান্ডার এবং ফযীলতের উপহার অর্জন করতে পারি। আর দুনিয়া ও আখিরাতের সফলতা এবং কল্যাণও লাভ করতে সক্ষম হই। আল্লাহ তা'আলা তাঁর প্রিয় হাবীব মি'রাজওয়ালা নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম- এর সদকায় প্রত্যেক সুন্নী মুসলমানকে ঈমানের বিশুদ্ধতা ও হেফাযতের সাথে সাথে নিয়মিত সঠিকভাবে নামায আদায় করার তাওফিক দিন। আমীন!
ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি
0 comments: