Tuesday, September 1, 2015

আমল সম্পর্কে বেখবর ?

★★★ অসাধারণ একটি শিক্ষণীয় গল্প- পাল্টে দিতে পারে আপনার চেতনার জগতকে "হযরত 'আতা সালমী (রা:) একটি সুন্দর ও দৃষ্টিনন্দন কাপড় বুনলেন। ওই কাপড় বিক্রি করার জন্য বাজারে গেলেন এবং একজন কাপড় ব্যবসায়ীকে দেখালেন। ব্যবসায়ী কাপড়ের মূল্য ধরলেন অনেক কম এবং বললেন, কাপড়ে এই এই দোষ রয়েছে। তাই পুরো মূল্য দেয়া যাবে না। হযরত 'আতা সালমী (রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু) ব্যবসায়ী থেকে কাপড় ফেরৎ নিলেন এবং খুব কাঁদলেন।

এতে ব্যবসায়ী লজ্জিত হয়ে তাঁর কাছে ক্ষমা চাইলেন এবং দাবীকৃত মূল্য দিতে রাজি হলেন। এতে হযরত 'আতা সালমী (রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু) বললেন, "আমি কাপড়ের মূল্য যথাযথ না হওয়ার জন্য কাঁদছিনা বরং আমার কান্নার কারণ হচ্ছে এই যে, আমি কাপড় বুনন শিল্প ভাল করে জানি এবং এ কাপড়কে মজবুত, সুন্দর ও সঠিক করার জন্য আমার সর্বচেষ্টা প্রয়োগ করেছি, আমার জানা মতে এতে কোন প্রকার ক্রুটি নেই। কিন্তু যখনই এ কাপড় আপনার মত একজন অভিজ্ঞ কাপড় ব্যবসায়ীর কাছে পেশ করলাম, তখন আপনি এ কাপড়ের এমন অনেক ক্রুটি ধরিয়ে দিলেন,
যে সম্পর্কে আমি বেখবর ছিলাম। সুতরাং আমার ওই সব আমলের কি হবে, যা কেয়ামতের দিন আল্লাহ তা'আলার
দরবারে পেশ করা হবে? জানিনা আমার ওই সব আমলে কতো দোষ-ক্রুটি প্রকাশ পাবে, যেগুলো সম্পর্কে আমি বর্তমানে বেখবর।"
[সূএঃ মিনহাযুল আবেদীন (উর্দু); কৃত-হুজ্জাতুল ইসলাম ইমাম আবু হামিদ মুহাম্মদ গাজ্জালী (রা:), পৃ. ২৯৭]

প্রিয় সম্মাণিত পাঠক!
উপরোক্ত ঘটনা গভীরভাবে পর্যালোচনা করুন! যে সব আমলকে আমরা নিজ ধারণায় সঠিক ও শুদ্ধ মনে করছি, তাতে ভূল-ত্রুটি থাকা স্বাভাবিক। তাই আমাদের এ চেষ্টা থাকা উচিত যে, নামাযের প্রয়োজনীয় মাসআলাসমূহ সম্পর্কে জ্ঞাত হওয়া এবং নিজেদের নামায সহীহ ও শুদ্ধভাবে সম্পন্ন করা। নামায আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ওই দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন করা অপরিহার্য- যাতে আমরা বরকতের ভান্ডার এবং ফযীলতের উপহার অর্জন করতে পারি। আর দুনিয়া ও আখিরাতের সফলতা এবং কল্যাণও লাভ করতে সক্ষম হই। আল্লাহ তা'আলা তাঁর প্রিয় হাবীব মি'রাজওয়ালা নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম- এর সদকায় প্রত্যেক সুন্নী মুসলমানকে ঈমানের বিশুদ্ধতা ও হেফাযতের সাথে সাথে নিয়মিত সঠিকভাবে নামায আদায় করার তাওফিক দিন। আমীন!

ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি

Share This
Previous Post
Next Post

0 comments: