Monday, September 7, 2015

আহলে বাইত ও ১২ ইমাম

কোরআনে উল্লেখিত আহলে বাইতের পরিচয় হযরত আহলে বাইত আলাইহিমুস সালাম ও ১২ ইমাম আলাইহিস সালাম উনাদেরকে মুহব্বত করা শিক্ষা নেয়া মু’মিন-মুসলমানগণ উনাদের দায়িত্ব-কর্তব্য।

আহলে বাইত ৪ জন:
১. সাইয়্যিদুনা হযরত আলী কারমাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম।
২. সাইয়্যিদুনা হযরত ফাতিমাতুয্ আলাইহাস সালাম।
৩. সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম।
৪. সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম।

নবী বংশের ১২ ইমাম যাদের আমরা অনেকে চিনি আসুন তাদের নাম জানি খুব শিঘ্রই তাদের জীবনী ইতিহাস প্রকাশ করা হবে ইনশা আল্লাহ

আর ১২ ইমাম হচ্ছেন:
১. সাইয়্যিদুনা হযরত ইমাম আলী ইবনে আবূ তালিব আলাইহিস সালাম।
২. সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান ইবনে আলী আলাইহিস সালাম।
৩. সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন ইবনে আলী আলাইহিস সালাম।
৪. সাইয়্যিদুনা হযরত ইমাম আলী আওসাত যাইনুল আবিদীন ইবনে ইমাম হুসাইন আলাইহিস সালাম।
৫. সাইয়্যিদুনা হযরত ইমাম বাকির ইবনে যাইনুল আবিদীন আলাইহিস সালাম।
৬. সাইয়্যিদুনা হযরত ইমাম জা’ফর ছাদিক ইবনে বাকির আলাইহিস সালাম।
৭. সাইয়্যিদুনা হযরত ইমাম মূসা কাযিম ইবনে জা’ফর ছাদিক আলাইহিস সালাম।
৮. সাইয়্যিদুনা হযরত ইমাম আলী রিযা ইবনে মূসা কাযিম আলাইহিস সালাম।
৯. সাইয়্যিদুনা হযরত ইমাম মুহম্মদ তক্বী ইবনে আলী রিযা আলাইহিস সালাম।
১০. সাইয়্যিদুনা হযরত ইমাম আলী নক্বী ইবনে মুহম্মদ তক্বী আলাইহিস সালাম।
১১. সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আসকারী ইবনে আলী নক্বী আলাইহিস সালাম।
১২. সাইয়্যিদুনা হযরত ইমাম মুহম্মদ আহমদ মাহদী আলাইহিস সালাম ইবনে হাসান আসকারী আলাইহিস সালাম।

উনাদের প্রত্যেকেরই  সম্পর্ক নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সরাসরি রক্তজ সম্পর্ক হে আল্লাহ পাক, হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের পরিপূর্ণ মুহব্বত আমাদের অন্তরে দান করুন। (আমীন)

ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি

Share This
Previous Post
Next Post

0 comments: