Saturday, August 29, 2015

আল্লাহর নিদর্শন "১৯"- (পর্ব-৪)

"Super structure"
কখনও কি ভেবে দেখেছেন যে পুরো কুরআনে সূরাগুলো এভাবে কেন সাজানো হল! যেমন ধরুন কুরআনের ১ নম্বর সূরাটি নাজিলের দিক দিয়ে ৫ নম্বর সূরা, ২ নস্বর সূরাটি নাজিলের দিক দিয়ে ৮৭ নস্বর সূরা...
..এভাবে ১১৪ নম্বর সূরা নাজিলের দিক দিয়ে ২১ নম্বর সূরা।
এখন যদি আমরা সিরিয়ালি এভাবে সাজাই যেখানে, কুরআনে প্রত্যেক সূরার অবস্থানের সামনে সেই সূরাগুলোর নাজিলের দিক দিয়ে অবস্থান নম্বর অর্থাৎ যেমন
১ নম্বর সূরা ৫ নম্বরে নাজিল হয়েছে তাহলে
৫ ১, ২ নম্বর সূরা ৮৭ নম্বরে নাজিল হয়েছে তাহলে ৮৭ ২....এভাবে ১১৪ নম্বর সূরা ২১ নস্বরে নাজিল হয়েছে তাহলে ২১ ১১৪। এরকম করে করে একটি বড় সংখ্যা পাওয়া যায়।
৫ ১ ৮৭ ২ ৮৯ ৩ ৯২ ৪ ১১২ ৫ ৫৫ ৬ ৩৯ ৭ ৮৮ ৮ ১১৩ ৯ ৫১ ১০ ৫২ ১১ ৫৩ ১২ ৯৬ ১৩ ৭২ ১৪ ৫৪ ১৫ ৭০ ১৬ ৫০ ১৭ ৬৯ ১৮ ৪৪ ১৯ ৪৫ ২০ ৭৩ ২১ ১০৩ ২২ ৭৪ ২৩ ১০২ ২৪ ৪২ ২৫ ৪৭ ২৬ ৪৮ ২৭ ৪৯ ২৮ ৮৫ ২৯ ৮৪ ৩০ ৫৭ ৩১ ৭৫ ৩২ ৯০ ৩৩ ৫৮ ৩৪ ৪৩ ৩৫ ৪১ ৩৬ ৫৬ ৩৭ ৩৮ ৩৮ ৫৯ ৩৯ ৬০ ৪০ ৬১ ৪১ ৬২ ৪২ ৬৩ ৪৩ ৬৪ ৪৪ ৬৫ ৪৫ ৬৬ ৪৬ ৯৫ ৪৭ ১১১ ৪৮ ১০৬ ৪৯ ৩৪ ৫০ ৬৭ ৫১ ৭৬ ৫২ ২৩ ৫৩ ৩৭ ৫৪ ৯৭ ৫৫ ৪৬ ৫৬ ৯৪ ৫৭ ১০৫ ৫৮ ১০১ ৫৯ ৯১ ৬০ ১০৯ ৬১ ১১০ ৬২ ১০৪ ৬৩ ১০৮ ৬৪ ৯৯ ৬৫ ১০৭ ৬৬ ৭৭ ৬৭ ২ ৬৮ ৭৮ ৬৯ ৭৯ ৭০ ৭১ ৭১ ৪০ ৭২ ৩ ৭৩ ৪ ৭৪ ৩১ ৭৫ ৯৮ ৭৬ ৩৩ ৭৭ ৮০ ৭৮ ৮১ ৭৯ ২৪ ৮০ ৭ ৮১ ৮২ ৮২ ৮৬ ৮৩ ৮৩ ৮৪ ২৭ ৮৫ ৩৬ ৮৬ ৮ ৮৭ ৬৮ ৮৮ ১০ ৮৯ ৩৫ ৯০ ২৬ ৯১ ৯ ৯২ ১১ ৯৩ ১২ ৯৪ ২৮ ৯৫ ১ ৯৬ ২৫ ৯৭ ১০০ ৯৮ ৯৩ ৯৯ ১৪ ১০০ ৩০ ১০১ ১৬ ১০২ ১৩ ১০৩ ৩২ ১০৪ ১৯ ১০৫ ২৯ ১০৬ ১৭ ১০৭ ১৫ ১০৮ ১৮ ১০৯ ১১৪ ১১০ ৬ ১১ ২২ ১১২ ২০ ১১৩ ২১ ১১৪
সম্পূর্ণ এই সংখ্যাটি ১৯ দ্বারা বিভাজ্য এবং সংখ্যাটি
২৭৩০১৬২৯৫৪৫৯০২৩৯০৩০০০৮৬৮৫১৪১৬৭৬০১০২৩৭৯৩৩২৬৮৯৬৪৩৫৪৮৫৮৪৩২৮৬৪৩৪৪৫৯২৮৮৫৬৮৮৬৪৭৬৭০০৯২২৭৮৪৩৮৭২৮১২৮০৮১১২৪৫০৭২৩০৭২৯৪৪১৮৯৬৮৭৪৪২৯৬০১৩৮৬৫০৭৬০৩৪৪৫০৮৬৬৮১৮২৬৯০২৫৩১৯২০৭০৭৯৩০২৭২৪৪৮৫৪৪৯১৪৪৯৯৮৭১২৯৭৭৩৩৯৮৪৭৬৬২১৫৮৭৩৬৪০০০৫৭৬৯০০৫৫৯০০২৪৩৭৪১৩৯৪৭১৮৪৭৭৭১৯৮৭৭৫০৯৮৮৭৮৮৪০৬০০৩৮০৯১৩০২২৭২৪২০৪০১৭৭৭৭৯৩৬২১৯৯৬০৪২৫১৬৭৫১৭২৯৯১৪৯৩৯০৯৩৯৬৬৭৭৩০৯৩০৯৯০০৪৭০৩১০৬৬৭৯৯৯৫৮৫২২৬৯৯৬৯৯৪৪৮৪০১৩৬৬৮৯৫২৫৭৫৭৮৪৯৫২৬৪৭৪২১৬৬৩৬৯৫৪২৬৪৯০৫৮১১৫৩১৮৫৭৪২৪৩০০৫৬৩৯৫৩০৬২১৬২৬৯১৬৩৭১৬৩৭৪৮৪৮০১০৫৮৫৯০০৬
"তার উপরে ১৯; আমরা ফেরেশতাদের ছাড়া জাহান্নামের প্রহরী নিযুক্ত করিনি এবং তাদের সংখ্যা (১৯) কে আমরা
i)অবিশ্বাসীদের জন্য একটি পরীক্ষার মাধ্যম বানিয়ে দিয়েছি,
ii)যেন এর মাধ্যমে যাদের ওপর আমার কিতাব নাজিল হয়েছে তারা দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপণ করতে পারে,
iii) যারা বিশ্বাস এনেছে তাদের বিশ্বাসও এতে করে বৃদ্ধি পায়,
iv) এর ফলে কিতাবধারীরা এবং বিশ্বাসীগণ যেন কোনরকম সন্দেহে নিমজ্জিত না হতে পারে,
v)যাদের মনে সন্দেহের ব্যাধি রয়েছে এর ফলে তারা এবং সত্য প্রত্যাখানকারী ব্যক্তিরা বলবে, এ উক্তি দ্বারা আল্লাহ কি বোঝাতে চান? এভাবে আল্লাহ যাকে চান তাকে বিপথগামী করেনন ,তিনি যাকে চান তাকে সঠিক পথে
পরিচালিত করেন ; তোমার মালিকের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া আর কেউ জানে না,এ তো শুধু মানুষদের
উপদেশের জন্যই।"
এটি (১৯)মহান নিদর্শনগুলোর অন্যতম"
(সুরা আল মুদ্দাসির আয়াত নং ৩০,৩১,৩৫)

ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি

Share This
Previous Post
Next Post

0 comments: