১৯৯৯ সালে এসএসসি পাশ করা হুমায়ুন কোনো মাদ্রাসায় পড়েনি । আরবি পড়া ও শেখার জন্য তার কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রী নেই । সম্পূর্ণ নিজ ইচ্ছায় ও উদ্যোগে আরবি লেখা শিখেছেন হুমায়ুন । তবে তার ইচ্ছা ছিল বড় চিত্র শিল্পী হওয়ার । কিন্তু তার এ ইচ্ছা পূরণ হয়নি পরিবারের আর্থিক অস্বচ্ছলতার জন্য । ২ ভাই ও ৪ বোনের সংসারে হুমায়ুন ৫ম । তার বাবা ১৯৯৫ সালে ইন্তেকাল করেন ।
তাছাড়া হুমায়ুন হাতে লেখা কোরআনে কারিমের অঙ্গসজ্জায় চমৎকার ক্যালিওগ্রাফিও ব্যবহার করেছেন । হুমায়ুনের ইচ্ছা রয়েছে যে , ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে বড় হাতের লেখা কোরআনে কারিম হাতে লিখে বিশ্ব রেকর্ড করার ।
ঢাকার গাউছিয়া মার্কেটের একটি শোরুমের সহকারি ম্যানেজার হিসেবে কর্মরত হুমায়ুন । ১৯৮২ সালে জন্ম নেওয়া হুমায়ুন ১ ছেলে ও ১ মেয়ের জনক ।
মূলত হুমায়ুন রাতে ও সকালে ফজরের নামাজের পর কোরআন লিখতেন । কেনো এ কাজের প্রতি আগ্রগী হলেন তিনি , এ প্রশ্নের উত্তরে হুমায়ুন বলেন যে , আমার বড় ভাই মাদ্রাসায় পড়ত । আর তাকে দেখতাম সুন্দরভাবে আরবি লিখছে ও বলছে । মূলতঃ তাকে দেখেই আমি এ কাজ করতে উৎসাহী হই ।
হুমায়ুন আরও জানান যে , তিনি ছোটবেলা থেকেই যা দেখতেন , তাই সে আঁকতে পারতেন । অাঁকার প্রতি তীব্র আগ্রহ থেকেই আসলে আমি এ কাজটি করি ।
ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি
0 comments: