Wednesday, August 26, 2015

হে আলী, নিশ্চয়ই তুমি এবং তোমার অনুসারিগন জান্নাতে প্রবেশ করবে

রাসুল(সাঃ) বলেছেন, “ সুসংবাদ! হে আলী,নিশ্চয়ই তুমি এবং তোমার অনুসারিগন(শিয়া মানে অনুসারী) জান্নাতে প্রবেশ করবে”।
সুরা আ’রাফ,আয়াত# ১৮১
“ এবং আমরা যাদের সৃষ্টি করেছি তাঁদের মধ্যে এমন একদল(১) আছে যারা সত্যের দিকে পথ প্রদর্শন করে এবং সত্যের ভিত্তিতে ন্যায়বিচার করে”।
মুলঃ মাওলানা ফরমান আলী সাহেব দ্বারা উর্দু অনুবাদ
বাংলা অনুবাদঃ মাওলানা শেখ ছাবের রেজা
সম্পাদনা ও পুনর্লিখনঃ হুজ্জাতুল ইসলাম মোঃ আনোয়ারুল কবির( ষ্টুডেন্ট অফ পি এইচ ডি,ইরান)
প্রকাশকঃঈমান ফাউন্ডেশনের পক্ষে নুরুস সাকালায়েন জনকল্যান সংস্থা
সঠিক তাফসীরঃ(১)
যাদান হযরত আলী(আঃ) হতে বর্ননা করেছেন যে, ‘অদুর ভবিষ্যতে এ উম্মতের মধ্যে ৭৩টি দল হবে তন্মধ্যে ৭২টা জাহান্নামী,আর ১টা জান্নাতী।আর তারা সেসব লোক যাদের সম্বন্দ্বে আল্লাহ বলেছেন, ‘এবং আমরা যাদের সৃষ্টি করেছি তাঁদের মধ্যে এমন একদল আছে যারা সত্যের দিকে পথ প্রদর্শন করে এবং সত্যের ভিত্তিতে ন্যায়বিচার করে”।আর তারা হল আমি ও আমার শিয়া(অনুসারীগন)(আল্লামা ইবনে মারদুইয়ার পুস্তক দ্রষ্টব্য)।
মহানবী(সাঃ) বলেছেন, ‘হযরত মুসার(আঃ) উম্মতে ৭১ দল ছিল,তার মধ্যে শুধু একদল মুক্তি প্রাপ্ত,অবশিষ্ট সকলেই জাহান্নামী।রাসুল(সাঃ) বলেছেন, “ আমার উম্মতেরা আমার পর ৭৩ দলে বিভক্ত হয়ে পড়বে,এদের মধ্যে ১টি দল মুক্তি পাবে,আর বাকি দলগুলো পথভ্রষ্ট বা তারা জাহান্নামী হবে”।(সুত্রঃ মুসতাদ্রাকে হাকেম,খন্ড-৩,পাতা-১০৯; মুসনাদে হাম্বাল,খন্ড ৩,পাতা-১৪;তিরমিজি,খন্ড-৫,হাদিস # ২৬৪২(ইসলামিক ফাউন্ডেশন)।
রাসুল(সাঃ) বলেছেন, “ সুসংবাদ! হে আলী,নিশ্চয়ই তুমি এবং তোমার অনুসারিগন(শিয়া মানে অনুসারী) জান্নাতে প্রবেশ করবে”।(সুত্রঃ তারিখে দামেস্ক(ইবনে আসাকির,খন্ড-২,পাতা-৪৪২;হাদিস# ৯৫১;নুরুল আবসার(শিবলাঞ্জী),পাতা-৭১,১০২;ইয়া নাবিউল মুয়াদ্দাহ,পাতা-৬২;তাতহিরাতুল খাওয়াস(ইবনে জাওজী আল হানাফী),পাতা-১৮;তাফসীরে ফাতহুল কাদীর(আল শাওকানী),খন্ড-৫,পাতা-৪৭৭;তাফসীরে রুহুল মায়ানী আলুসী,খন্ড-৩০,পাতা-২০৭;ফারাইদ সিমতাইন(ইবনে শাব্বাঘ),খন্ড-১,পাতা-১৫৬;তাফসীরে দুররে মানসুর,খন্ড-৬,পাতা-১২২;মানাকিব(ইবনে আল মাগাজেলী),পাতা-১১৩;মুখতাসার তারিখে দামেস্ক,খন্ড-৩,পাতা-১০;মিয়ান আল ইতিদাল,খন্ড-২,পাতা-৩১৩;আরজাহুল মাতালেব,পাতা-১২২,১২৩,৮৭৭(উর্দু),তাফসীরে তাবারী,খন্ড-৩০,পাতা-১৪৭;ফুসুল আল মাহিম্মা,পাতা-১২২;কিফায়াতুল তালেব,পাতা ১১৯;আহমাদ ইবনে হাম্বাল,খন্ড-২,পাতা-৬৫৫;হুলিয়াতুল আউলিয়া,খন্ড-৪,পাতা৩২৯;তারিখে বাগদাদ,খন্ড-১২,পাতা-২৮৯;আল তাবরানী মুজাম আল কাবির,খন্ড-১,পাতা-৩১৯; আল হায়সামী মাজমা আল জাওয়াইদ,খন্ড-১০,পাতা-২১-২২;ইবনে আসাকীর তারিখে দামেস্ক,খন্ড-৪২,পাতা-৩৩১;আল হায়সামী আল সাওয়ায়িক আল মুহারিকা,পাতা-২৪৭;মুয়াদ্দাতুল কুরবা,পাতা-৯২;তাফসীরে ফাতহুল বায়ান,খন্ড-১০,পাতা-২২৩(নবাব সিদ্দিক হাসান খ ভুপালী,আহলে হাদিস);তাফসীরে ফাতহে কাদীর,খন্ড-৫,পাতা-৬৪,৬২৪;সাওয়ারেক আল মুহারেকা( ইবনে হাজার মাকিক),পাতা-৯৬;শাওয়াহেদুত তাঞ্জিল,খন্ড-২,পাতা-৩৫৬;মুসনাদে হাম্বাল,খন্ড-৫,পাতা-২৮;নুজহাত আল মাজালিস,খন্ড-২,পাতা-১৮৩;মানাকেব(আল খাওয়ারেজমী),খন্ড-৬,পাতা-৬৩।

ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি

Share This
Previous Post
Next Post

0 comments: